শিরোনামঃ-

» গণতন্ত্রের চর্চাকে সামনে রেখে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ইমদাদ চৌধুরী

প্রকাশিত: ০৮. অক্টোবর. ২০২৪ | মঙ্গলবার

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, গণতন্ত্রের চর্চাকে সামনে রেখে দ্রুত নির্বাচন দেওয়া উচিত।

স্বৈরাচার হাসিনার নির্দেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে রাখা হয়েছে। তারপরও দেশনেত্রী স্বৈরাচারী সরকারের কাছে মাথা নত করেনি। আমরা সেই নেত্রীর দল করি। আমরা সেই নেতার দল করি যেই নেতা স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে একটি দেশ এনে দিয়েছে। ৭৫ এর পরে বাকশালের কালো অন্ধকার গর্ত থেকে আবারও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

তিনি বলেন, গত ১৭ বছরের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশাপাশি দেশনায়ক তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে গোটা জাতিকে গণতন্ত্র রক্ষার আন্দোলনের যেভাবে প্রস্তুত করেছেন তার ফসল জুলাই-আগস্টের আন্দোলন।

তিনি মঙ্গলবার (৮ অক্টোবর) নগরীর গোপালটিলা মন্দিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দূর্গ পূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এডভোকেট কংকন কুমার রায়ের সভাপতিত্বে ও শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক পলাশ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন, মতিউল বারী খুর্শেদ, গোপালটিলা সর্বজনীন মন্দির কমিটির সাধারণ সম্পাদক দুলন দেব, লুৎফুর রহমান মোহন, সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, তারেক আহমদ, সৈয়দ রহিম আলী রাশু, আকবর হোসেন কয়ছর, ফরহাদ আহমদ, যুবদলের যুগ্ম সম্পাদক ইমাম উদ্দিন, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি, হিমাদ্রি কর পুরকায়স্থ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক টিটন মল্লিক।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৮ বার

Share Button

Callender

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30