শিরোনামঃ-

» পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০১. অক্টোবর. ২০২৪ | মঙ্গলবার

নিউজ ডেস্কঃ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশের পারস্পরিক সহযোগিতায় সিলেট জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মঙ্গলবার (১ অক্টোবর) সিলেট সিটি কর্পোরেশনের সৈয়দ হাতিম আলী স্কুল অ্যান্ড কলেজে সুইমিং পুল সেন্টারে ড্রওনিং প্রিভেনশন ডে উপলক্ষ্যে আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. নূর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ হাতিম আলী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. আব্দুল মুনিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক মোছাম্মৎ সালমা বেগম, সিনিয়র শিক্ষক মো. হাবিবুর রহমান চৌধুরী, সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) আব্দুল মজিদ, দেবাশীষ মজুমদার, বিভাগীয় কো-অর্ডিনেটর, এপিসি প্রকল্প, আব্দুল জলিল, সিআইপিআরবি সুপারভাইজার (সিলেট ও সুনামগঞ্জ অঞ্চল), ক্রিকেট কোচ কাইয়ূম আল রনি।

সচেতনতা সেশন পরিচালনা করেন সিপিসিএম, ইউনিসেফ পলাশী মজুমদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সচেতনতা সেশন পরিচালনা করেন, সিপিসিএম, ইউনিসেফ শফিকুল ইসলাম, ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল আহাদ, সিএফ দুলালী বেগম, আকলিমা আক্তার, হাজেরা বেগম, খাদিজা আক্তার ও রুমি আক্তার।

প্রোগ্রামে অতিথিবৃন্দ সাঁতার শেখার উপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং এ অঞ্চলের আর কোনো শিশু, কিশোর-কিশোরী যেনো পানিতে ডুবে মারা না যায় সেদিকে অভিভাবক মন্ডলীসহ উপস্থিত সকলের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষন করেন।

শতাধিক শিশু, কিশোর-কিশোরী ও অভিভাবক মন্ডলীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে প্রোগ্রামটি সম্পন্ন হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৩ বার

Share Button

Callender

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30