শিরোনামঃ-

» বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০. এপ্রিল. ২০২৪ | শনিবার

ডেস্ক নিউজঃ

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) সকাল ১১টায় সিলেট নগরীর উপশহরস্থ কার্যালয়ে এ জরুরী সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক সাজুওয়ান আহমদ এর পরিচালনায় জরুরী সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, সহ সভাপতি গাজী মো. জাফর সাদেক, প্রফেসর সিরাজুল হক, হুমায়ুন আহমদ, ফয়েজ উদ্দিন আহমদ, আলী আহমদ, জিহাদ আহমেদ, মো. হুরায়রা ইফতার হোসেন, মো. হাজী হোসেন আহমদ, ইফতেখার আহমেদ, ফরহাদ আলী ইমন, স্যার জন রসু, ফখরুল ইসলাম, মো. নাফিস জুবায়ের চৌধুরী, আনহার উদ্দিন প্রমুখ।

জরুরী সভায় বক্তারা বিগত দিনগুলোতে প্রতিটি সিএনজি পাম্পে লোডবৃদ্ধি সহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেটের জেলা প্রশাসন, জালালাবাদ গ্যাস লিমেটেড সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বক্তারা অতীতের ন্যায় ভবিষ্যতেও সিএনজি পাম্পগুলোতে লোডবৃদ্ধি এবং পুরো মাসে প্রতিদিন ১৯ ঘন্টা সিএনজি পাম্প খোলা রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

জরুরী সভা শেষে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে মনোয়ার সিএনজির এক্সিকিউটিভ পার্টনার, তিতাস গ্যাস এর সাবেক এমডি এবং পেট্রোবাংলার সাবেক ডাইরেক্টর ইঞ্জিনিয়ার দেলোয়ার বক্ত এর রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ১০০ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930