শিরোনামঃ-

» দলীয় মনোনয়নপত্র দাখিল শেষে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা জানালেন এডভোকেট শামসুল ইসলাম

প্রকাশিত: ২১. নভেম্বর. ২০২৩ | মঙ্গলবার

ডেস্ক নিউজঃ

সুনামগঞ্জ-২ (দিরাই, শাল্লা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র আওয়ামী লীগ ওয়েভসাইডে (অনলাইনে) দাখিল করেন একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সিলেট জেলার সাধারণ সম্পাদক, সাবেক ভিপি শহীদ পরিবারের সন্তান এডভোকেট শামসুল ইসলাম।

সোমবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় দলীয় মনোনয়ন দাখিল করে বিপুল পরিমান দলীয় নেতাকর্মী নিয়ে সিলেট জেলা প্রশাসকের অফিসের সম্মুখে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এডভোকেট শামসুল ইসলাম।

এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনীত করলে তিনি বিজয়ের মালা শেখ হাসিনাকে উপহার দিবনে এবং পিছিয়ে পড়া দিরাই শাল্লাকে আধুনিক স্মার্ট এলাকা হিসাবে পরিনত করবেন। এ জন্য তিনি সকলের দোয়া সহযোগিতা কামনা করেন। আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নৌকা প্রতিকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিজয় করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, ঘাতক দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সুনামগঞ্জের কৃতিসন্তান সিলেট আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদ মাসুম বিল্লাহ চৌধুরী, ঘাতক দালাল নির্মুল কমিটির সিলেট জেলার যুগ্ম সম্পাদক মনোজ কপালী মিন্টু, হাওয়র উন্নয়ন পরিষদের সভাপতি মনোরঞ্জন তালুকদার, এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এডভোকেট আলাউদ্দিন, ধল উন্নয়ন সংসদের সভাপতি সাংবাদিক খালেদ মিয়া, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এডভোকেট একরামুল হাসান শিরু, সিলেট জেলা আইনজীবি সমিতির সহ সম্পাদক এডভোকেট তোফায়েল আহমদ, এডভোকেট প্রসেন চক্রবর্তী প্রনয়, এডভোকেট অরুন দেবনাথ, এডভোকেট স্বাধীন, এডভোকেট সাইফুল ইসলাম, আখলাক হোসেন, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক জুসেফ, সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন পারভেজ বিশ্বাস পারভেজ, শাল্লা আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, সেবচ্ছাসেবকলীগ নেতা মোহন, জাকারিয়া চৌধুরী জাকি, শামীম আহমদ, বশির আহমদ, ডিপজল পার্থ, এজাজ আহমদ, সেলিম, এমদাদ, তারেক আহমদ, বাবুল খান মুন্না, জুনেদ, সেলিম আহমদ, এমদাদ হাসান, সাঈদ ইকবাল প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১০২ বার

Share Button

Callender

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031