শিরোনামঃ-

» বিএমএস এর ”প্রমান ভিওিক অনুশীলন” দিনব্যাপী ট্রেনিং প্রোগ্রাম

প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০২৩ | শনিবার

মিডওয়াইফদের শর্তহীন মানবিক আচরনের মাধ্যমে জন্মের সময় মা ও শিশুকে সম্মান করতে হবে

ডেস্ক নিউজঃ

মিডওয়াইফের পেশা একটি সামাজিক ও সম্মানজনক সেবামূলক পেশা । মা কে সেবা করার মতো সম্মানজনক পেশা আর কিছু হতে পারে না। অপ্রয়োজনীয় সিজার প্রতিরোধে ও মায়েদের সচেতনতা বাড়ানোর ক্ষেত্রেও মিডওয়াইফদের ভূমিকা অনস্বীকার্য। উপজেলা হাসপাতালে নিরাপদ নরমাল ডেলিভারির জন্য মিডওয়াইফরা কাজ করছেন।

দেশের মিডওয়াইফরা স্বাভাবিক প্রসবের মাধ্যমে স্বাস্থ্যসম্মত পরিবেশে সুস্থ শিশু জন্ম নেয়। মা ও সন্তানের জীবন রক্ষায় মিডওয়াইফদের কাজের গুরুত্ব অনেক। তাই উপজেলা পর্য্যায়ে মা ও শিশুর মৃত্যুও হার কমাতে মিডওয়াইফদের আরো দক্ষতা অর্জন করতে হবে। মিডওয়াইফদের শর্তহীন মানবিক আচরনের মাধ্যমে জন্মের সময় মা ও শিশুকে সম্মান করতে হবে। বাংলাদেশ মিডওয়াইফারী সোসাইটি (বি এম এস) আয়োজিত ”প্রমান ভিওিক অনুশীলন” দিনব্যাপী ট্রেনিং প্রোগ্রামে বক্তারা একথা বলেন।

শনিবার (১৮ নভেম্বর) সকালে সিলেট নাসিং কলেজের হলরুমে বাংলাদেশ মিডওয়াইফারী সোসাইটি (বিএমএস) এর উদ্যোগে বিএমএস সিলেট বিভাগের সহযোগীতায় ও আইসিএম, ও ইউএনএফপিএ এর আর্থিক সহযোগীতায় উপজেলা ভিওিক মিডওয়াইফের দিনব্যাপী ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বিএমএস সিলেট বিভাগের একাডেমিক লীডার শামসুন নাহার বেগম এর সভাপতিত্বে আয়োজিত ট্রেনিং প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট নাসিং কলেজের অধ্যক্ষ শাহিনা বেগম। প্রোগ্রামে বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় অংশ নেন বিএমএস প্রতিনিধি জ্যোৎস্না রানী ঘোষ, বিএমএস সিলেট এর প্রতিষ্ঠাতা সদস্য ইলা সিনহা, সাইদা ইয়াসমিন, রেনোয়ারা আক্তার। এতে মিডওয়াইফারী শিক্ষক,মিডওয়াইফ এবং মিডওয়াইফারী শিক্ষার্থীসহ ৫০ জন প্রশিক্ষানার্থী অংশ গ্রহন করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৮২ বার

Share Button

Callender

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30