শিরোনামঃ-

» নূপুর বেতার শ্রোতা ক্লাব সিলেট এর ১১তম বর্ষপূতি পালন

প্রকাশিত: ১০. নভেম্বর. ২০২৩ | শুক্রবার

সুস্থ সাংস্কৃতিক চর্চা বিনোদনের পাশাপশি সমাজে অবক্ষয় রোধ করে : ডা. আরমান আহমদ শিপলু

ডেস্ক নিউজঃ

সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, সিলেটের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। দেশ জুড়ে আজ সুস্থ সাংস্কৃতিক চর্চা বিস্তৃত। বিশ্বায়নের যুগে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকাশে আরও যত্নবান হওয়া প্রয়োজন। সুস্থ ও সাংস্কৃতিক চর্চা বিনোদনের পাশাপশি সমাজে অবক্ষয় রোধ করে।

শুক্রবার (১০ নভেম্বর) বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নূপুর বেতার শ্রোতা ক্লাব সিলেট এর ১১তম বর্ষপূতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

নূপুর বেতার শ্রোতা ক্লাব, সিলেটের সভাপতি কন্ঠশিল্পী তুহিন আহমদ এর সভাপতিত্বে ও বর্ষপূতি অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্য সচিব কণ্ঠশিল্পী বাউল ফকির মাহমুদা ও বাউল খুশি নুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক ও গবেষক কবি এ.কে আজাদ খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নূপুর সংগীতালয় সিলেটের সভাপতি ড. দিলীপ কুমার দাশ চৌধুরী এডভোকেট, সিলেট প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট সাংবাদিক এম.এ হান্নান, এ্যাডভোকেট মামুন রশীদ (এ.পি.পি), এ্যাডভোকেট আব্দুল মালিক সিয়াম, কণ্ঠশিল্পী ফকির মাহবুব মুর্শেদ, কন্ঠশিল্পী শামীম আহমদ, রাজনীতিবীদ আমিরুল হোসেন চৌধুরী আমনু, বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দীন চৌধুরী, আশিক মিয়া।

আরো বক্তব্য রাখেন, শিল্পী অপু দাস, কবি ফরিদ আহমদ, শিল্পী মাসুম সরকার, বাউল সেজু সরকার, বেতার শিল্পী ধীরজীং সিংহ, বাউল শিল্পী ফারজানা, বাউল শিল্পী জুলেখা, শিল্পী কাইফা আকতার রিনিয়া, বাউল আলা উদ্দিন আলী, নাট্যকার মাসুক মিয়া, কবি সাজিদুর রহমান, কবি রুবেল, বাউল শিল্পী- প্রবাসী নুরুল, শিল্পী তৃষা, বাউল পাগল লতা প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭ বার

Share Button

Callender

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930