শিরোনামঃ-

» হলি সিটি কলেজিয়েট স্কুলের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ০৭. নভেম্বর. ২০২৩ | মঙ্গলবার

নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ : শেখ তোফায়েল আহমেদ সেপুল

ডেস্ক নিউজঃ

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর শেখ তোফায়েল আহমেদ সেপুল বলেছেন, আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র। এখান থেকে তোমরা এসএসসি সম্পন্ন করে বিভিন্ন সনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যানে কাজ করবে। তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে।

তিনি আরো বলেন, তোমরা এই দেশ এবং জাতির আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামীদিনের এই দেশ তথা সমাজের পরিচালক। আমরা চাই তোমরা সফল হয়ে বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে।

তিনি বলেন, শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরং জ্ঞ্যান ও গুনের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।

তিনি মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে সিলেট নগরীর খাসদবিরস্থ হলি সিটি কলেজিয়েট স্কুলের ২০২৪ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

হলি সিটি কলেজিয়েট স্কুলের চেয়ারম্যান মো. আনহার মিয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. আব্দুল কাদির এবং সুমা সুলতানার যৌথ পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সহকারী শিক্ষক মইনুল হোসেন।

অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, তাসনিয়া তালুকদার জুহা, সানজিদা জাহান রিমু, সারোয়ার খায়ের সেতু, শাহিনা বক্স হানি প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থী তাসলিনা জাহান, ৯ম শ্রেণীর শিক্ষার্থী ঝুমু আক্তার মিলি, ৮ম শ্রেণীর শিক্ষার্থী কামনুন্নাহার, ৭ম শ্রেণীর শিক্ষার্থী সামিয় রশিদ সানজানা।

অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন, মাওলানা আব্দুস শহিদ। এসময় স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩২ বার

Share Button

Callender

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930