শিরোনামঃ-

» জাতীয় সরকারের অধীনে নির্বাচন ছাড়া দেশ স্থিতিশীল হবে না সংকটে পড়বে : ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ

প্রকাশিত: ৩০. অক্টোবর. ২০২৩ | সোমবার

ডেস্ক নিউজঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ছিলেন মহানগর সিনিয়র সহ সভাপতি ও মিডিয়া উপ কমিটির আহবায়ক ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলেছেন বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় সরকারের অধীনে একটি সুস্থ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন দিতে হবে কারণ বিরোধীদলগুলোর উপর জুলুম নির্যাতন করে কোন সরকার ক্ষমতার টিকে থাকতে পারে নাই এ সরকারও পারবে না সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে হলে দেশ স্থিতিশীল হবে না এবং দেশ সংকটে পড়বে। তাই জাতীয় সরকারের অধিনে নির্বাচন সংখানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন ও ব্যর্থনির্বচন কমিশন বাতিলের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের জাতীয় মহাসমাবেশে সকলকে যোগদান আহবান জানান।

ডা. রিয়াজ আরও বলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য ও দৈনিক খবরের কাগজের ফটো সাংবাদিক মোঃ মামুনের পেশাগত দায়িত্ব পালনকালে তার মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে তিনি এ ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

৩ নভেম্বর জাতীয় মহাসমাবেশ সফলে সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের ১৪ ওয়ার্ড শাখার উদ্যোগে ছড়ারপার ওয়ার্ড কার্যালয় এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৪নং ওয়ার্ড সহ-সভাপতি মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর সহ সভাপতি মোঃ আবুল হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর অর্থ সম্পাদক মোঃ আল আমিন, ইসলামী আন্দোলন ১৪নং ওয়ার্ড জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ ইয়াসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাপ মিয়া ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের ১৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ মোবারক হোসেন, ওয়ার্ড যুব আন্দোলন সভাপতি মোঃ আলাউদ্দিন, শ্রমিক আন্দোলন সহ-সভাপতি মোঃ সামসুল হক, ইসলামী যুব আন্দোলন সাধারণ সম্পাদক মোঃ ইজাজুল ইসলাম সহ থানা ওয়ার্ড নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১ বার

Share Button

Callender

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930