» নগরীর যানজট নিরসনে এসএমপি ট্রাফিক বিভাগের সাথে নিসচার মতবিনিময়

প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০২৩ | রবিবার

ডেস্ক নিউজঃ

আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সিলেট নগরীর যানজট নিরসন ও নগরীর বিভিন্ন স্থানে অবৈধ পার্কিং বন্ধও সিএনজি স্ট্যান্ড অপসারণ এর লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সাথে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট মহানগর শাখার মতবিনিময়সভা রবিবার (১৫ অক্টোবর বিকালে ট্রাফিক বিভাগের হলরুমে অনুষ্ঠিত হয়।

মত বিনিময়সভায় উপস্থিত ছিলেন, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, এডিসি ট্রাফিক রাখি রানী দাস, এসি ট্রাফিক (উত্তর) মো: গোলাম মোস্তফা, নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু, নিসচা সিলেট মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদি পাবেল, সহ সভাপতি মনির চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান মুন্না, অর্থ সম্পাদক মো: মকসুদুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক আহসান হাবীব, দূর্ঘটনা ও অনুসন্ধান সম্পাদক মারজান তৌফিক প্রমুখ।

সবাই নিসচা নেতৃবৃন্দরা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সিলেট নগরী যানজটের নিরসনে ট্রাফিক বিভাগকে নিসচার পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

এছাড়া সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে অবৈধ পাকিং ও সিএনজি স্ট্যান্ড অপসারণের জন্য ট্রফিক বিভাগকে অনুরোধ করা হয়। নগরীর বিভিন্ন জায়গায় রাস্তার পাশে অবস্থিত স্কুলগুলো ছুটির সময় অসহনীয় যানজটের সৃষ্টি হলে তা নিরসনের জন্য পর্যাপ্ত ব্যবস্হা গ্রহনের জন্য নিসচার পক্ষ থেকে ট্রফিক বিভাগকে অনুরোধ জানানো হয়।

এছাড়া, সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন ও সড়কের শৃঙ্খলা রক্ষা ও বিশেষ করে মোটরসাইকেল চালকদের সেইফটি সচেতনতা ও যানবাহনের শৃঙ্খলা ব্যবস্হাপনা ও ট্রাফিক ব্যবস্থা আরো গতিশীল রাখতে করনীয় ও বর্জনীয় বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২২১ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31