শিরোনামঃ-

» যুবদল নেতা রুবেলের বাসায় পুলিশী তল্লাশী জেলা ও মহানগর যুবদলের নিন্দা

প্রকাশিত: ১০. অক্টোবর. ২০২৩ | মঙ্গলবার


Manual8 Ad Code

ডেস্ক নিউজঃ

সিলেট মহানগর যুবদল নেতা সজিবুর রহমান রুবেলের বাসায় পুলিশী তল্লাশীর নামে হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। এই ধরণের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রতি জোর দাবী জানান তারা।

Manual5 Ad Code

এক বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, ফ্যাসিস্ট সরকারের বিদায় ঘন্টা ক্রমশ ঘনিয়ে আসছে। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বাধাগ্রস্থ করতে বিরোধী মতের নেতাকর্মীদের বাসা-বাড়ীতে পুলিশী তল্লাশীর নামে হয়রানী ও গ্রেফতার-নির্যাতন চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় মহানগর যুবদল নেতা সজিবুর রহমান রুবেলের বাসায় গভীর রাতে ব্যাপক তল্লাশী চালিয়েছে পুলিশ। এসময় পুলিশ ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র তছনছের পাশাপাশি পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর এমন আচরণ আইন ও মানবাধিকার পরিপন্থী। এই ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানাচ্ছি।

Manual2 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৬ বার

Share Button

Callender

November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930