শিরোনামঃ-

» সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে প্রতিনিধি সভা

প্রকাশিত: ১০. সেপ্টেম্বর. ২০২৩ | রবিবার

দেশের মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় : মো. সেলিম উদ্দিন

ডেস্ক নিউজঃ

জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ ও জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আলহাজ্ব মো. সেলিম উদ্দিন বলেছেন, জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে। দেশের মানুষ জাতীয় পার্টির উন্নয়নের কথা ভুলেনি। তাঁরা এখনও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।

আওয়ামী লীগ ও বিএনপির রেষারেষির কারণে দেশের মানুষ আজ চরম দূর্ভোগ পোহাচ্ছেন। তারা আর এই দু’দলকে ক্ষমতায় দেখতে চায় না, তারা জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। তাই জাতীয় পার্টির চেয়ারম্যানের হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রতিনিধিকে সংসদে পাঠাতে হবে।

তিনি রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে সিলেট জেলা জাতীয় পার্টির বিভিন্ন উপজেলা, পৌরসভা ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, সকল মতভেদ ভুলে জাতীয় পার্টির সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে এক পতাকাতলে সমবেত হতে হবে। পল্লীবন্ধু হোসেইন মোহাম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব শাব্বীর আহমদ এর সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী মাহমুদ আলী, মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা শাখার সাবেক সহ সভাপতি মজির উদ্দিন চাকলাদার, জেলা কমিটির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ এর পরিচালনায় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন, জাতীয় পার্টির জকিগঞ্জ উপজেলার মোস্তফা কামাল, ওসমানীনগর উপজেলার শেখ আসাদুজ্জামান জুবায়ের, মকবুল হোসেন, লুৎফুর রহমান, আশরাফ মিয়া, দক্ষিণ সুরমা উপজেলার মামুনুর রশিদ মামুন, কানাইঘাট উপজেলার আব্দুর রহমান বারাকাত, নুরুল আমিন চৌধুরী, বাবুল আহমেদ, কাজল আহমেদ, বালাগঞ্জ উপজেলার এডভোকেট মইনুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলার এস এ মালেক, ফেঞ্চুগঞ্জ উপজেলার সুহেল ইসলাম, সাহেল রাজা, সুনাম উদ্দিন, জৈন্তাপুর উপজেলার ইসমাইল আলী আশিক, বিয়ানীবাজার উপজেলার আব্দুল আহাদ চৌধুরী, আনিসুজ্জামান বাবলু, বিশ্বনাথ উপজেলার আরশ আলী বাবুল, এস এম শামীম আহমদ, জয়নাল আবেদীন, মঞ্জুর আহমদ আরিফ, কোম্পানীগঞ্জ উপজেলার মো. সফর মিয়া, গোয়াইনঘাট উপজেলার ফারুক আহমদ, জাতীয় মহিলা পার্টির মহানগর শাখার সভাপতি রুনা বেগম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সিলেট জেলার শাখার আহবায়ক এম মুর্শেদ খান, সদস্য সচিব এম বরকত আলী, জাপা নেতা মৌলভী আবুল কালাম দুলাল, যুব সংহতি নেতা হাসান আহমদ প্রমুখ।

প্রতিনিধি সভায় বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন। প্রতিনিধি সভায় জেলা আহবায়ক সাব্বির আহমদ এর স্বেচ্ছাচারীতার জন্য বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন। এতে প্রতিনিধি সভা কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে জেলা সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে সমাবেশ পূনরায় শুরু হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031