শিরোনামঃ-

» সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন’র ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

প্রকাশিত: ২৯. আগস্ট. ২০২৩ | মঙ্গলবার

ডেস্ক নিউজঃ

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর উদ্যোগে জালালাবাদ লিভার ট্রাস্ট এর সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) সিলেট সিটি কর্পোরেশন ১০ নম্বর ওয়ার্ডের মজুমদার পাড়া এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রধান করেন, সিলেটের কৃতি সন্তান, মানবিক চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেশনাল হেপাটোলজি ডিভিশন প্রধান, জালালাবাদ লিভার ট্রাস্ট এর চেয়ারম্যান, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর চেয়ারম্যান, চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল সহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের ১৫ জন স্বনামধন্য চিকিৎসক প্রায় ৩০০ জন রোগীকে চিকিৎসা প্রদান করেন।

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন এর সভাপতিত্বে ও সিলেট চট্টগ্রাম ফেন্ডশীপ ফাউন্ডেশনের মো. শহিদুল ইসলাম ও উৎফল বড়ুয়ার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের কাউন্সিলর রুহেনা খানম মুক্তা, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী মোহাম্মদ রফিকুল আলম, আছমা বেগম, আবদুল হান্নান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক আব্দুল আলিম (আলম), সালমা বেগম (সুমি) হাজেরা বেগম, দিলু বড়ুয়া প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১২৯ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930