শিরোনামঃ-

» জাতির পিতার মাজারে সিলেট আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ২৫. আগস্ট. ২০২৩ | শুক্রবার

ডেস্ক নিউজঃ

জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মোয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর উদ্যোগে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে তাঁরা টুঙ্গিপাড়া পৌঁছালে বঙ্গবন্ধুর মাজারের তত্ত্বাবধায়ক ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদেরকে স্বাগত জানান।

এরপর তারা জাতির জনকের মাজারে পুষ্পস্থবক অর্পন করেন। পরে তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।

তাঁরা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং জাতির জনকের অপর কন্যা শেখ রেহানার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন।

নেতৃবৃন্দ মাজার কমপ্লেক্সের মসজিদে পবিত্র জুম’আর নামাজ আদায় করেছেন।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজারে শ্রদ্ধা নিবেদন করতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
তারা রাতে ঢাকায় বিশ্রাম নিয়ে সকালে উঠেই আবার টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হন এবং দুপুরের দিকে মাজারে পৌঁছান।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে ছিলেন, জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সিলেট জেলার প্রতিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

সিলেট মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে আরও ছিলেন, সিসিক’র প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৮ বার

Share Button

Callender

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031