শিরোনামঃ-

» সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০. আগস্ট. ২০২৩ | রবিবার

ডেস্ক নিউজঃ

আজ রবিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০ ঘটিকায় সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রাশাসন ও অর্থ) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মোঃ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ রফিকুল ইসলামসহ জেলার সকল উর্ধ্বতন কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিটের অফিসার-ফোর্সগণ।

সভায় জেলার আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে এবং অফিসার ফোর্সের সার্বিক কল্যাণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

পরবর্তীতে বিকাল ৩টায় সিলেট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। এতে জুলাই-২০২৩ মাসের জেলার সার্বিক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনাসহ মামলা তদন্তে সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

এ সময় জেলায় মামলা নিষ্পত্তি,আসামি গ্রেফতার সহ বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মানিত পুলিশ সুপার মহোদয় পুরস্কার প্রদান করেন। পরে পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জুলাই-২০২৩ মাসের জেলার সার্বিক আইন-শৃংখলা ভাল থাকায় এবং মামলা তদন্তসহ সার্বিক বিষয়ে উল্লেখযোগ্য অগগতি থাকায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পাশাপাশি আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করতে নির্দেশ দেন পুলিশ সুপার।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৭ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930