শিরোনামঃ-

» পরিবহন মালিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে

প্রকাশিত: ১২. এপ্রিল. ২০২৩ | বুধবার

নগরবাসীর জীবনমান উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই : আনোয়ারুজ্জামান চৌধুরী

ডেস্ক নিউজঃ
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আজীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে লালন করে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করে যাচ্ছি।

আমার রাজনীতির মূল উদ্দ্যেশ হলো কৃষক, শ্রমিক, দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ মাটি ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছি। আমার নিজের চাওয়া পাওয়ার কিছু নেই। আমার ধ্যানে জ্ঞানে ও মননে মানুষের জন্য কল্যাণকর কিছু করার বাসনা। সে প্রেক্ষিতে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আমি মেয়র পদে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। আমার প্রত্যাশা সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষকে নিয়ে একটি পরিচ্ছন্ন, স্মার্ট ও আধুনিক মডেল সিটি গড়া তোলা। আমি আমার জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি জনবান্ধব ও নাগরিক সেবার কেন্দ্রবিন্দু হিসেবে সিলেট সিটি কর্পোরেশনকে গড়ে তুলতে চাই।

তিনি বুধবার (১২ এপ্রিল) নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ ট্রাক অনার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি হাজী গোলাম হাদি ছয়ফুলের সভাপতিত্বে ও সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও সিএনজি চালিত অটোরিক্সা সিলেট জেলা শাখার সভাপতি মো. জাকারিয়া আহমেদ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজীত চৌধুরী, সহ-সভাপতি জগদীশ দাশ, জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ-সম্পাদক মভু মিয়া, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: দিলু মিয়া, সি.এন.জি মালিক সমিতির সভাপতি শাহ দেলওয়ার,অটোরিকশা অটোটেম্পু শ্রমিক জোট ২০৯৭ এর কার্যকরী সভাপতি দেলোয়ার হোসেন, ইমা লেগুনা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী রুনু মিয়া মঈন সহ রাজনৈতিক ও পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৩২ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31