শিরোনামঃ-

» রমজানে পবিত্রা রক্ষার দাবিতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবরে মহা নগর মজসিলের স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ২০. মার্চ. ২০২৩ | সোমবার

ডেস্ক নিউজঃ

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার পক্ষ থেকে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবি জানিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইলিয়াস শরিফ এর কাছে সোমবার (২০ মার্চ) দুপুরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ, প্রকাশ্যে পানাহার বন্ধের পদক্ষেপ গ্রহণ, কাজীর বাজার ও কীনব্রীজ এলাকা সহ নগরীর বিভিন্ন স্থানে অবাঞ্চিত নারী-পুরুষদের বিচরণ বন্ধের ব্যবস্থা গ্রহণ, পবিত্র মাহে রমজানে নগরীর ব্যবসায়ী, ব্যবসা প্রতিষ্ঠান ও ক্রেতাদের নিরাপত্তা প্রদান করুন, রমজান ও পবিত্র ঈদুল ফিতরের সময় নগরীর যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণ, সিলেট নগরীর মুসল্লীগণ সারারাত ইবাদতে মশগুল থাকেন, মসজিদগুলো রাতের বেলা জমজমাট থাকে তাই মুসল্লীদের নিরাপত্তা প্রদান করুন, দরগা মহল্লা সহ নগরীর বিভিন্ন এলাকায় গাজা, মদ ও জুয়ার আসর বন্ধ করুন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ।

এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ, সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, মাওলানা কমর উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার, হাফিজ মাওলানা এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদ।

স্মারকলিপি প্রদানকালে সিলেটের নবাগত কমিশনার মহোদয়কে সিলেট মহানগর শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় এবং কমিশনার মহোদয় নেতৃবৃন্দের পরামর্শ ধৈয্য সহকারে শুনেন ও বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬ বার

Share Button

Callender

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930