শিরোনামঃ-

» তেইশে ‘অপ্রত্যাশিত’ সাফল্যের ছক

প্রকাশিত: ২৫. ডিসেম্বর. ২০২২ | রবিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

বাইশের শুরুতেই নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় সাফল‌্য ধরা দিয়েছিল। মাউন্ট মঙ্গানুইতে বিজয়ের পতাকা উড়িয়েছিলেন মুমিনুল, মুশফিক, ইবাদত, লিটনরা। সাফল‌্যধারা পরবর্তীতে অব‌্যাহত থাকেনি।

দেশে বাইরে সবখানে ব‌্যর্থতার মিছিল। সুযোগ ছিল বছরের শেষটা রাঙানোর। ঢাকায় ভারতকে প্রায় বাগে পেয়েও গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ছোট ভুলে হাতছাড়া হয়েছে জয় নামক সোনার হরিণ। জয় সব সময়ই আনন্দের। তবে পরাজয়ের মধ‌্যেও লুকিয়ে থাকে বীরত্বগাঁথা। ঢাকা টেস্টই তেমন কিছু। ৩ উইকেটের পরাজয় তৃপ্তি মেশানো হাহাকার।

অর্জনের খেরোখাতাটি নেহায়েত অল্প নয়। সেই সুখস্মৃতিতে পরবর্তীতে বছরে চলার অঙ্গীকার বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮২ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031