শিরোনামঃ-

» মহানগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন

প্রকাশিত: ১২. অক্টোবর. ২০২২ | বুধবার

শেখ হাসিনা উন্নয়নের জয়গান গেয়ে এখন মানুষের হাতে হারিকেন-চেরাগ তুলে দিচ্ছেন : অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

স্টাফ রিপোর্টারঃ

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আওয়ামীলীগ দশ টাকায় চাউল দেয়ার কথা বলে ক্ষমতায় এসে লুটপাটে ব্যস্থ। সাধারণ মানুষের সাথে প্রতারণা করে ক্ষমতায় বেশিদিন ক্ষমতায় ঠিকে থাকতে পারবে শেখ হাসিনা।

নজিরবিহীন বিদ্যুতের লোডশেডিং জ্বালানি মূল্যবৃদ্ধি, নিত্যপণ্য মূল্য বৃদ্ধিতে দেশের মানুষ দেশেহারা। এই হচ্ছে আওয়ামীলীগ সরকারের উন্নয়ন। দেশের মানুষ এই সরকারকে ক্ষমতায় দেখতে চায়না।

তিনি আরও বলেন, আওয়ামীলীগ সত্য বলতে ভয় পায়, তারা সব সময় মিথ্যার উপর ভর করে আছে। তারা বলে দেশকে উন্নয়নে বাসিয়ে দিচ্ছে। উন্নয়নের জয়গান গেয়ে সেই প্রধানমন্ত্রী এখন বলছেন, দেশে দুর্ভিক্ষ দেখা দিবে।

তিনি নিজেই বলছেন এখন চেরাগ নিয়ে রেডি থাকতে। তিনি মানুষের হাতে হারিকেন-চেরাগ তুলে দিচ্ছেন। এই হচ্ছে শেখ হাসিনার উন্নয়ন।

সিলেট মহানগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগরীর ১৮নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) সিলেট নগরীর কুমারপাড়াস্থ এলাকায় অনুষ্ঠিত হয়। ১৮নং ওয়ার্ড বিএনপির আহবায়ক ও কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল এর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সাফেক মাহবুবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

প্রধান বক্ত্যার বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

সম্মেলনের উদ্বোধন করেন, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নি, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির ১ম যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর শাহীন, মহানগর বিএনপির সদস্য মো: আতিকুর রহমান শাবু।

এছাড়াও বক্তব্য রাখেন, বিএনপি নেতা, নাসিম হোসেন, বদরুজ্জামান সেলিম, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, এডভোকেট হাবিবুর রহমান হাবিব প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন এডভোকেট আবুল ফজল। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল মুকিত।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৭ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031