শিরোনামঃ-

» গুলি চালিয়ে চালিয়ে ক্ষমতায় ঠিকে থাকা যাবে না : ডা. জাহিদ

প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০২২ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি গণতান্ত্রিক দল, তাই দলের অভ্যন্তরিণ নেতৃত্বও গণতান্ত্রিক ভাবে নির্বাচিত করে। আর আওয়ামীলীগ গণতন্ত্রে বিশ্বাস করেনা।
তাই জনগণের গনতান্ত্রিক আন্দোলনেও তারা হামলা করে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মিছিল মিটিংয়ে গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা করে।
চলমান গণতান্ত্রিক আন্দোলনে গত কয়েকদিন তারা বিএনপির চার নেতাকে গুলি করে হত্যা করেছে। জোর করে ক্ষমতায় টিকে থাকতে তারা হত্যার রাজনীতি শুরু করেছে।
শুধু হত্যাকাণ্ডই নয়, সরকার  ইলিয়াস আলী সহ বিএনপির অসংখ্য নেতাকর্মীদের গুম করে রেখেছে। আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রতিদিন রাজনৈতিক মামলায় আদালতে হাজিরা দিচ্ছে।
শুধু তাই নয়, আওয়ামীলীগ সিন্ডিকেট করে নিত্যপন্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের উপর ঝুলুম ও নির্যাতন করছে। মিছিলে গুলি আর গুম, খুন ও ঝুলুম, নির্যাতনের সময় ফুড়িয়ে এসেছে। গুলি চালিয়ে চালিয়ে ক্ষমতায় ঠিকে থাকা যাবে না।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর নবাব রোডস্থ আজাদ কমিউনিটি সেন্টার ১২নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবক কথা বলেন।

১২নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সাব্বির আহমদ বাচ্চুর সভাপতিত্বে মারুফ আহমদ টিপু ও আদনান ইসলাম তামিম যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০,১১ ও ১২নং ওয়ারর্ডের টিমের সদস্য মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সালেহ আহমদ খসরু, আহবায়ক কমিটির সদস্য মাহবুব কাদির শাহী।

সম্মানিত অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আওয়ামীলীগ দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যার্থতার পরিচয় দিয়েছে।

তাই এই সরকারকে লাগাতার আন্দোলনের মাধ্যমে ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত করতে হবে।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, ১২নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তোহেল, বিএনপি নেতা বেলাল আহমদ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, মির্জা আমির হামজা রামিম, কামরান হোসেন হেলাল, আজিজুল হক আরজু, আব্দুর রহিম, আমিনুল হক তুহিন, আশিকুর রহমান তারেক প্রমূখ।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দল সু সংগঠিত করার কাজ চলছে। এরই ধারাবাহিকতায় তৃণমূল পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব বাঁচাই করা হচ্ছে।

নবনির্বাচিত কমিটি আগামী দিনের আন্দোলনে বলিষ্ট ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি।

প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী বলেন, আওয়ামীলীগের দিন ফুড়িয়ে এসেছে।

এজন্য তারা এখন পাগল হয়ে গেছে। হামলা করে গুলি চালিয়ে জনতার আন্দোলনকে বন্ধ করা যাবে না।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহনগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক হুমাইয়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, এমদাদ হোসেন চৌধুরী, রোকশানা বেগম শাহনাজ, নজিবুর রহমান নজিব, আহবায়ক কমিটির সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ, আক্তার রশিদ চৌধুরী, ডা. নাজমুল ইসলাম, মহিউল বারী চৌধুরী খোরশেদ, সৈয়দ সাফেক মাহবুব, মাহবুব চৌধুরী, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত তারেক, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বী প্রমূখ।

উল্লেখ্য, এটি মহানগর বিএনপির প্রথম ওয়ার্ড সম্মেলন।

আগামীকাল ১ অক্টোবর বিকেল ৩টায় নগরীর কলাপাড়া ঈদগাহ মাঠে ১০নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।
পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে সকল ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।
এজন্য যেসকল ওয়ার্ডে এখনো ইউনিট (পাড়া) কমিটি গঠন সম্পন্ন হয়নি তা দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫৪ বার

Share Button

Callender

February 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728