শিরোনামঃ-

» সিলেট সাহিত্য পরিষদের উদ্যোগে ‘কবি পিয়াস মজিদের সঙ্গে এক বিকেল’ সুকর্মকীর্তিই মানুষকে বাঁচিয়ে রাখে

প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০২২ | শুক্রবার

স্টাফ রিপোর্টারঃ
সিলেট সাহিত্য পরিষদের উদ্যোগে ‘কবি পিয়াস মজিদের সঙ্গে এক বিকেল’ শিরোনামে এক কবিতাপাঠ ও আলোচনায় বক্তারা বলেছেন, “কবিতা নিয়ে নিরীক্ষা ও সময়ের সফল চিত্রায়নে পিয়াস মজিদ সফলভাবে এগিয়ে যাচ্ছেন। মানুষের সুকর্মকীর্তিই তাঁকে বাঁচিয়ে রাখে।
একজন মেধাবী, পড়ুয়া ও পরিশ্রমী কবিকে সিলেট সাহিত্য পরিষদের আয়োজন একটি মহতী উদ্যোগ।”
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বাতিঘর-এ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানার পরিচালক কবি-লোকগবেষক ড. আমিনুর রহমান সুলতান।
সিলেট সাহিত্য পরিষদের সভাপতি ও ভাস্কর সম্পাদক কবি পুলিন রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডীন কবি-গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ্, লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক কবি মোস্তাক আহমাদ দীন এবং উদীচী সিলেটের সভাপতি কবি এনায়েত হাসান মানিক।
স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক কবি মোঃ আলাউদ্দিন তালুকদার।
একক কবিতা পাঠ ও অনুভূতি ব্যক্ত করেন কবি পিয়াস মজিদ। এ উপলক্ষে প্রকাশিত “পিয়াস মজিদ কবি এবং কয়েকজন কবিতা” নামের তথ্যসমৃদ্ধ ও দৃষ্টিনন্দন একটি সংকলনের মোড়ক উন্মোচন করা হয়।
শুরুতে কবি পিয়াস মজিদ এবং প্রধান অতিথি ড. আমিনুর রহমান সুলতানকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
দৃষ্টি’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাবুল আহমদ, বিধুভূষণ ভট্টাচার্য, ডা. শামসুন নূর মানব, এনামুল মুনীর, সুমন বনিক, আবিদ ফায়সাল, প্রণব কান্তি দেব, কাসমির রেজা, বিপ্লব নন্দী, আয়েশা মুন্নী, চার্বাক শুভ্র, বিজিত কুমার আচার্য, অমিতা বর্দ্ধন, এইচ আই হামিদ, ইকবাল সাঁই, সাবির সোহান, কৃষ্ণকান্ত তালুকদার, মোস্তাফিজুল্লাহ, হিমাংশু দাস, জেনারুল ইসলাম, হিমাংশু রঞ্জন দাস, হীরামোহন রায়, সোলেমান রায়েল, মারজান, সাইয়িদে মুজাদ্দির, সুব্রত দাস, সমীর বৈষ্ণব, আশরাফুল ইসলাম, তাশফিকুল ইসলাম, ফারহানা হক অমি, গায়ত্রী রানী বর্মন, দ্বীপান্বিতা সেন, সাবা জাহান চৌধুরী, তানজিদ আব্দুল্লাহ প্রিয়ম, সুমনকুমার দাশ, রাজিব চৌধুরী, মু. আনোয়ার হেসেন রনি, পার্থ তালুকদার, প্রাণকান্ত দাস, চন্দ্রশেখর দেব, রাজিব চৌধুরী, হুনায়ুন কবীর জুয়েল, প্রশান্ত লিটন, মাসুম আহমদ, আশীষ দে, আহমদ মিয়া, জাহান উদ্দিন, সারোয়ার হোসেন ও অনিরুদ্ধ রায় পরাগ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৪ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930