শিরোনামঃ-

» দক্ষিণ সুরমায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০২২ | সোমবার

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ

দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল ধর্মের মানুষ ও সুধিজনদের অংশগ্রহণে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন ইসলাম সহ সকল ধর্মে অপর ধর্মের প্রতি সম্মান দিতে শিখিয়েছে।

সম্প্রতি ধর্মীয় বিভাজন সৃষ্টি করে গুজব রটিয়ে একটি মহল সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। এদের ব্যাপারে সবাইকে সোচ্চার থাকতে হবে এবং সম্প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করে দেশকে এগিয়ে নিতে হবে।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা’র সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, উজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুদ্দোহা পিপিএম, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, দক্ষিণ সুরমা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, জেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক অরুণ দেবনাথ সাগর, দক্ষিণ সুরমার সাধারণ সম্পাদক বিশ্বজিত দাস, উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আহসান হাবিব জাবেদ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, উপজেলা মডেল মসজিদ এর পেশ ইমাম মাওলানা ইউনুস আলী, গীতা পাঠ করেন রেবতীরমণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি সেন সামন্ত।

সম্প্রীতি সমাবেশে বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক , সুধীজন, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

সম্প্রীতি সমাবেশের পূর্বে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি র্যারী বের হয়ে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে।

এই সংবাদটি পড়া হয়েছে ১১১ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031