শিরোনামঃ-

» সাম্প্রদায়িকতা, দুর্নীতি ও শোষণ-বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন : লোকমান আহমদ

প্রকাশিত: ২১. জুলাই. ২০২২ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ
মৃত্যুঞ্জয়ী সেক্টর কমান্ডার, সিপাহী জনতার অভ্যুত্থানের মহানায়ক,  শহীদ কর্ণেল কমরেড আবু তাহের (বীর উত্তম) ছিলেন, একজন প্রকৃত দেশপ্রেমিক ও মহান বিপ্লবী।

বঙ্গবন্ধু হত্যাকান্ডের মধ্য দিয়ে বাংলাদেশের যে উল্টো যাত্রা শুরু হয়েছিল ২রা নভেম্বর ও ৩রা নভেম্বরের হত্যা ক্যুর মধ্য দিয়ে তা আরো ভয়াবহ রূপ ধারণ করে, সেই অবস্থা থেকে বাংলাদেশকে তার নিজস্ব ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যে কর্ণেল তাহেরের নেতৃত্বে ১৯৭৫ সালের সাতই নভেম্বর সংগঠিত হয় সিপাহী জনতার অভ্যুত্থান, কিন্তু আদালত কর্তৃক স্বীকৃত ঠান্ডা মাথায় খুনি জিয়াউর রহমানের বিশ্বাস ঘাতকতার কারনে বাংলাদেশ এক গভীর খাদে পড়ে যায়, সেই অবস্থা থেকে বাংলাদেশকে উত্তরণের চলমান সংগ্রাম আরো জোরদার করে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, দুর্নীতি দলবাজির বিরুদ্ধে, শোষণ বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ দুর্বার প্রতিরোধের আন্দোলন গড়ে তোলতে হবে, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে শহীদ কর্ণেল আবু তাহের (বীর উত্তম) হত্যার ৪৬তম বার্ষিকীতে আজ ২১জুলাই বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে জিন্দাবাজারস্হ নজরুল একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জাসদ সিলেট জেলা শাখার সভাপতি জননেতা লোকমান আহমদ উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কর্নেল আবু তাহের বীর উত্তম এর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল সহকারে জিন্দাবাজারস্হ নজরুল একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হন জাসদ নেতৃবৃন্দ।

জাসদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে কর্ণেল তাহের সহ সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, মহিউদ্দিন আহমেদ, ফরিদ মিয়া, সুকান্ত ভট্টাচার্য, মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী, ফারুক আহমদ, তোবারক হোসেন প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮৪ বার

Share Button

Callender

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930