» প্রলয়ংকরী বন্যার পর এবার রৌদ্রের প্রখর উত্তাপে পুড়ছে সিলেট, জনজীবনে নেমে এসেছে স্থবিরতা

প্রকাশিত: ১৬. জুলাই. ২০২২ | শনিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

প্রলয়ংকরী বন্যার পর এবার রৌদ্রের প্রখর উত্তাপে পুড়ছে সিলেট, জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

জলবায়ূ পরিবর্তনের বিরুপ প্রভাবে গত কয়েকদিন ধরে রৌদ্রের তেজ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরমের তীব্রতা।

গত বৃহস্পতিবার (১৪ জুলাই) সিলেটে বিগত ৬৬ বছরের মধ্যে জুলাই মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এখনো সময়ের সাথে বেড়েই চলছে আবহাওয়ার উত্তপ্ততা।

তীব্র এই গরমে দূর্বিষহ হয়ে উঠেছে জনজীবন, স্থবির হয়ে আছে পথঘাট।

সবচেয়ে বেশী বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা। প্রচন্ড গরমেও পেটের তাগিদে রিকশা ভ্যান এসব নিয়ে বেড়িয়ে পড়েছেন রাস্তায়।

এছাড়াও রাস্তায় রাস্তায় দিনমজুর মানুষের হাঁসফাঁস..!!

একফোঁটা ঠান্ডা পানি দিয়ে গলা ভেজানোর তীব্র আকাঙ্ক্ষা থাকলেও, কয়জনের পক্ষেই বা এটা ক্রয় করে খাওয়া সম্ভব..!!

কাঠফাটা রোদে যেখানে সবাই নিজ নিজ বাসায় অথবা একটু খানি ছায়ায় নিরাপদ আশ্রয় নিতে ব্যস্ত,

ঠিক এই সময়েই সিলেট শহরের প্রধান প্রধান সড়কে দেখা গেল একদল সবুজ জ্যাকেট পরহিত তরুণদের –

যারা বিশাল ট্রাক ভর্তি বরফের মধ্যে বিশুদ্ধ খাবার পানি নিয়ে বিলিয়ে দিচ্ছেন শ্রমজীবী ও দিনমজুর মানুষদের মধ্যে ।

Drop Of Hope প্রজেক্টের মাধ্যমে “জানালা” নামক এই স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোমী তরুণরা আজ প্রায় ৫০০০ লিটার বিশুদ্ধ ঠান্ডা খাবার পানি পৌঁছে দিয়েছেন এই গরমে রাস্তায় কাজ করা দিনমজুর, রিকশাচালক কিংবা খেঁটে খাওয়া মানুষদের নিকট।

এছাড়াও সাধারন পথচারী ও দায়িত্বরত ট্রাফিক পুলিশদেরকেও এই ঠান্ডা পানি দিয়ে তৃষ্ণা নিবারনের চেষ্টা করেছেন তারা।

প্রজেক্ট চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন জানালা’র ভলান্টিয়ার ইফতি সিদ্দিকি, নাভিন, এবাদ খান, নাজমুল,নওসাদ, আবিদ, শাহিন, ফারদিন ও প্রমুখ।

জানালা’র মুখপাত্র ইফতি সিদ্দিকি জানান, “এই গরমে যারা আমাদের জন্য শ্রম বিলিয়ে দিচ্ছেন, জীবিকার তাগিদে যারা নিরুপায়- তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে তাদের তৃষ্ণা নিবারনের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। টিম জানালা সবসময় এইসব মানুষদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করে থাকে”।

এছাড়াও তিনি সবাইকে বৈশ্বিক উষ্ণায়নের এই ভয়াবহ প্রকোপ থেকে বাঁচতে বেশী করে গাছ লাগানোর জন্য অনুরোধ জানান।

উল্লেখ্য, টিম জানালা দীর্ঘদিন যাবৎ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ প্রজেক্ট, গনসচেতনতা ও বিভিন্ন সামাজিক প্রজেক্টের কাজ করে আসছে। বর্তমানে তাদের প্রজেক্ট “Plant A Tree Challenge” ও Project Greenification চালু রয়েছে- যা ভবিষ্যতেও চলমান থাকবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪২৯ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930