শিরোনামঃ-

» কুলাউড়ায় বন্যার্তদের মধ্যে নাদেল এর খাদ্যসামগ্রী বিতরন

প্রকাশিত: ০৭. জুলাই. ২০২২ | বৃহস্পতিবার

কুলাউড়া প্রতিনিধিঃ

কুলাউড়ায বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন, কুলাউড়া পৌরসভা ২নং ওয়ার্ডে ও কুলাউড়া সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

এসময় তিনি বলেন, বর্তমান বন্যা পরিস্হিতি মোকাবেলায় সরকার শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সব ধরনের সহযোগিতা চালিয়ে যাচ্ছে।

কোথাও যাহাতে বন্যার্ত মানুষের কোন অসুবিধা না হয় সরকারের সেদিকে সজাগ ও সতর্ক দৃষ্টি রেখেছে।

তিনি বলেন,সরকারের পাশাপাশি বন্যার্ত মানুষের পাশে বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগে অনেকেই এগিয়ে এসেছেন যাহা প্রশংসার দাবি রাখি। মানব কল্যাণে ওই দুর্যোগে যারা এগিয়ে এসেছেন তাদের সকলকে তিনি ধন্যবাদ জানান।

জয়চন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মাহবুব এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহ সভাপতি অরবিন্দ ঘোষ বিন্দু, কুলাউড়া পৌর আওয়ামী লীগের সভাপতি খোরশেদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী তরিক, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালেদ আহমদ, শিক্ষা বিষয় সম্পাদক মাহমুদ হাসান রানা, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য জুমাদিন আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুলাউড়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, জয়চন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল আউয়াল, রাউৎগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর আলী মুয়ুব, রাউৎগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সুরুজ আলী, কুলাউড়া উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজকন্যাণ সম্পাদক এস এম ঝুমন, উপপ্রচার সম্পাদক সিপন খাঁন, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তুহিনুর জামান ইয়াকুব, ঢাকা মহানগর ছাত্রলীগ কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক এস এম লুৎফর রহমান, সিলেট মহানগর ছাত্রলীগের অলফাজ আহমদ রামীম, ওয়াসিম আহমদ, আব্দুস শুকুর, রাউৎগাঁও ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাকিল আহমদ অভি প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৭ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930