শিরোনামঃ-

» সিএনজি এসোসিয়েশন’র উদ্যোগে তেতলীতে ২শতাধিক বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৩. জুলাই. ২০২২ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন’র উদ্যোগে রবিবার (৩ জুলাই) দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ধরাধরপুর গ্রামে পানিবন্দি ২শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।

খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, স্বরণকালের ভয়াবহ বন্যায় সিলেটের বিভিন্ন উপজেলায় মানুষ ক্ষতিগ্রস্থ মানুষের চিকিৎসা, ঘরবাড়ি সংস্কার, নির্মাণ কাজে সহায়তার প্রয়োজন রয়েছে। সরকারের পাশাপাশি সমাজের ভিত্তবান সহ সবাইকে এগিয়ে আসা উচিত। আমরা সিলেটের বিভিন্ন উপজেলায় খাদ্য সহায়তা করে যাচ্ছি। আগামীতে ক্ষতিগ্রস্থ মানুষদের সহায়তার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলে এই সংকট কাঠিয়ে উঠতে সক্ষম হবো।

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন’র সিলেট বিভাগের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, সহ-সভাপতি সাজুওয়ান আহমদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পেট্রোল পাম্প এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি আলহাজ্ব মো. মোস্তফা কামাল, পেট্রোল পাম্প এসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী, ট্যাংকলরী এসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি হুমায়ুন আহমদ, হাজী হোসেন আহমদ, সায়েম আহমদ, লোকমান আহমদ মাছুম, সিএনজি এসোসিয়েশনের অফিস সহকারী রিংকু দাস, শাহজালাল সিএনজি ফিলিং স্টেশন এর ম্যানেজার ফরহাদ খান, তেতলী ইউনিয়ন এর ধরাধরপুর গ্রামের মাজারুল ইসলাম সাকিল, ময়নুল ইসলাম, বারুল ইসলাম, মাহফুজুল ইসলাম সাজন, আমিনুল ইসলাম সহ এলাকার মুরব্বি, তরুন সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৭ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031