শিরোনামঃ-

» সিলেট জেলায় এজাইল মাইন্ডস্ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মিশাল করিম’র উদ্যোগে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ০১. জুলাই. ২০২২ | শুক্রবার

কোম্পানীগঞ্জ উপজেলাবাসীর প্রতি হুমায়ুন রশীদ চৌধুরী ও নাসরিন রশীদ চৌধুরীর গভীর মমত্ববোধ ও আন্তরিকতা কাছ থেকে দেখেছি : মিশাল করিম

স্টাফ রিপোর্টারঃ

সিলেটের কৃতি সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুটনীতিবিদ, সাবেক স্পিকার মরহুম হুমায়ুন রশীদ চৌধুরীর দৌহিত্র, কমলওয়েলথ সোসাইটি অব বাংলাদেশের সাবেক সেক্রেটারী জেনারেল মরহুমা নাসরিন রশীদ চৌধুরীর সুযোগ্য সন্তান, দেশের বিশিষ্ট ব্যবসায়ী ডাইরেক্ট ফ্রেশ ও এজাইল মাইন্ডস্ কর্পোরেশনের প্রতিষ্ঠাতা মিশাল করিম বলেছেন, আমার নানা কোম্পানীঞ্জ উপজেলায় শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, বিদ্যুৎখাতে ব্যাপক উন্নয়ন করেছেন। এই কাজে আমার মা নাসরিন রশীদ চৌধুরী সার্বক্ষণিক আমার নানাকে উৎসাহ দিতেন, সহযোগিতা করতেন। কোম্পানীগঞ্জ উপজেলায় ভালো কোন কাজ কিংবা উন্নয়ন হলে তারা খুবই খুশি হতেন। সেই খুশির খবর সঙ্গে সঙ্গে আমাকে জানাতেন। তাদের দুজনের জীবদ্দশায় আমি কয়েকবার তাদের সাথে কোম্পানীগঞ্জ এসেছি। আমার নানা এবং মায়ের কোম্পানীগঞ্জ উপজেলাবাসীর প্রতি সু-গভীর মমত্ববোধ ও আন্তরিকতা কাছ থেকে দেখেছি। ঠিক একই কারণে সিলেটের ভয়াবহ বন্যার খবর আমি দেশের বাহিরে থাকার পরও পেয়েছি। বিদেশে আমার সফর সংক্ষিপ্ত করে দ্রুত দেশে এসে আপনাদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি।

আমি ব্যবসায়ী মানুষ। রাজনীতি করি না। কিন্তু আপনাদের কাছে এসে আপনাদের কষ্ট, চাওয়া-পাওয়া রন্দ্রে রন্দ্রে উপলব্ধি করেছি। তাই কোম্পানীগঞ্জে মানুষের জরুরী প্রয়োজন মেটাতে এখন ত্রাণ দিচ্ছি। পরবর্তীতে আপনারা যারা বন্যায় ব্যাপক ক্ষয়-ক্ষতির সম্মুখীন তাদের পুনর্বাসনে আমি এই কার্যক্রম অব্যাহত রাখতে চাই।

তিনি শুক্রবার (১ জুলাই) সকালে হুমায়ুন রশীদ চৌধুরী ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সার্বিক সহযোগিতায় ও জাগো ফাউন্ডেশন সিলেট জেলা শাখার স্বেচ্ছাশ্রমে কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রণীখাই ইউনিয়নের হুমায়ুন রশীদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে, বনপুর, লামাগ্রাম, তুরং, লামাগ্রাম হাওর, জাঙ্গাইল, আদর্শগ্রাম, দক্ষিণ বনপুর, বিজয় পাড়ুয়া, পাড়ুয়া হাওরের প্রায় ৩ শতাধিক গরীব ও দুস্থ পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, পেয়াজ, লবন, আলু, চিনি অরস্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় বক্তব্য রাখেন হুমায়ুন রশীদ ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সদস্য ও সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এইচ এম এ মালিক ইমন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিশাল করিমের স্ত্রী সাদিয়া মুসতারী ইরা, হুমায়ুন রশীদ চৌধুরী ফাউন্ডেশনের কোম্পানীগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর হুমায়ুন কবির মছব্বির, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. ছয়ফুল আলম, বিশিষ্ট চা কর ইমরান রশীদ চৌধুরীর পুত্র জেইন ইমরান রশীদ চৌধুরী, রণীখাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার ফারুক মিয়া, ডিজিকোর সিস্টেম লিমিটেডের সিনিয়র ম্যানেজার আশিক মাহমুদ, ডাইরেক্ট ফ্রেশের সহকারী ম্যানেজার মো. আরিফুজ্জামান, তারেক মাহমুদ, বিশিষ্ট মুরব্বী আব্দুর রহমান, নিজাম উদ্দিন, সমাজসেবী শাহজাহান, আব্বাস উদ্দিন, উমর আলী, আব্দুল মুতলিব, লালু মিয়া, জাগো ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সদস্য শামসুদ্দোহা, শহীদুল ইসলাম, মাছুম ফারুকী, সুমন মিয়া, সাজ্জাদুর রহমান প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৫ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930