শিরোনামঃ-

» শহরতলীর বাইশটিলায় বন্যার্ত শতাধিক পরিবারে ত্রাণসামগ্রী বিতরণ

প্রকাশিত: ০১. জুলাই. ২০২২ | শুক্রবার

খাদ্যসামগ্রীর পাশাপাশি ঘর পুনঃনির্মাণ ও বস্ত্র বিতরণে এগিয়ে আসার আহ্বান : কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী

স্টাফ রিপোর্টারঃ
সিলেট সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ভয়াবহ এই দূর্যোগ আমরা কাটিয়ে উঠবোই। এই দূর্যোগে প্রতিটি মানুষ নিজের জায়গা থেকে অন্যকে সহযোগিতা করার চেষ্ঠা করে আসছেন। এই মুহুর্তে খাদ্যসামগ্রীর পাশাপাশি মানুষের ঘর পুনঃনির্মাণ এবং পরিধানের জন্য বস্ত্রের চাহিদাও অত্যন্ত বেশি। সুতরাং বিত্তবান এবং যারা দূর্যোগের শুরু থেকেই মানুষের জন্য কাজ করছেন সবাইকে আহ্বান জানাবো, খাদ্যসামগ্রীর পাশাপাশি ঘর পুনঃনির্মাণ ও বস্ত্র বিতরণে এগিয়ে আসুন।
জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখা ও সোনালী স্বপ্ন বাংলাদেশের উদ্যোগে এবং হোসেন আহমদ, বেলাল আহমদ মাদারী, আশরাফ গাজী, মুহিত আহমদ ও মো. দিলাল হোসেন এর ব্যাক্তিগত অর্থায়নে সিলেটে বন্যা দূর্গতদের জন্য ত্রাণসামগ্রী বিতরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আজ শুক্রবার (১ জুলাই) বিকেলে সিলেট শহরতলীর বাইশটিলা এলাকার বন্যাদূর্গত শতাধিক পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সোনালী স্বপ্ন বাংলাদেশের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, জাতীয় মানবাধিকার সোসাইটি মহানগর শাখার সহসাধারণ সম্পাদক মো. দিলাল হোসেন, হাউজিং এস্টেট এসোসিয়েশনের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ওমর মাহবুব, জাতীয় মানবাধিকার সোসাইটি মহানগর শাখার  সাংগঠণিক সম্পাদক মেরাজ চৌধুরী, ক্রীড়া সম্পাদক শাকিরুল ইসলাম গৌছ, ইমরান গাজী, তৌহিদুর রহমান ইমন, হিলাল আহমদ, শাওন আহমদ, নাঈম আহমদ ও লোকমান আহমদ প্রমূখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১১২ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930