শিরোনামঃ-

» কবি নজরুল দেশে ফেরা ৫০ বছর উদযাপনে মুক্তাক্ষর

প্রকাশিত: ০৪. জুন. ২০২২ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ

কবি কাজী নজরুল ইসলাম’কে বাংলাদেশ স্বাধীন হবার পর ১৯৭২ সালে ২৪ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে নিয়ে আসেন। তারপর জাতীয় কবির সম্মানে ভূষিত করেন।

কবি দেশে ফেরা (১৯৭২-২০২২) ৫০ বছর ঘিরে আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনায় আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর আয়োজন করে আবৃত্তি-কথা অনুষ্ঠানের।

শনিবার (৪ জুন) সকাল সাড়ে ১১ টায় আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাস চৌকিদেখীতে মুক্তাক্ষরের পরিচালক ও প্রশিক্ষক বিমল করের উপস্থাপনায় এড. শহীদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ছাতক উপজেলার শিক্ষা অফিসার কবি পুলিন রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট সরকারি কলেজের অধ্যাপক রাজেশ কান্তি দাশ, আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শিশির সরকার ও কবি সংগঠক ধ্রুব গৌতম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতায় দলগত আবৃত্তি পরিবেশন করে ইউনিক মাল্টিমিডিয়া স্কুল ও আনোয়ারা মতিন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।

একক আবৃত্তি পরিবেশন করে মুক্তাক্ষরের শিক্ষার্থী সরকারি মহিলা কলেজের ফারজানা, শাহ্ খুররমখলা কলেজের ইয়াসিন ও ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের শুচি।

কথা ও আবৃত্তি শেষে সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ শিক্ষা অফিসার মনোনীত হওয়ায় অভিনন্দন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় কবি পুলিন রায়’কে। সেই সাথে বাংলাদেশ বেতার সিলেটে ঘোষণা ও উপস্থাপনয় মনোনীত হওয়ায় উৎসাহ দানে অভিনন্দন ক্রেস্ট প্রদান করা হয় মুক্তাক্ষরের আবৃত্তি শিল্পী সাবর্ণি গোস্বামী শুচি’কে।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৬৪ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930