» বার কাউন্সিল নির্বাচন; সিলেট ডি অঞ্চলে বিজয়ী এড. এ এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু

প্রকাশিত: ২৬. মে. ২০২২ | বৃহস্পতিবার

নিজস্ব রিপোর্টারঃ

সিলেটে উৎসবমূখর পরিবেশে বুধবার (২৫ মে)  অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন।

এ নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের সাদা প্যানেলে ও জাতীয়তাবাদীদল বিএনপি নীল প্যানেলে অংশ নেয়।

সিলেট ডি অঞ্চলের সিলেট সহ প্রায় সবকটি বারে বিজয়ী হয়েছেন রুহুল আনাম চৌধুরী মিন্টু। তাঁর সাথে বিএনপিপন্থী সিলেট আইনজীবী সমিতির সাবেক দুইবারের সভাপতি এ টি এম ফয়েজ উদ্দিন প্রার্থী হিসেবে ছিলেন। ১৭০টি ভোটের ব্যবধানে এ টি এম  ফয়েজ উদ্দিনকে হারিয়ে আবার ও বিজয়ী হন এ এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু।

সিলেট জেলা বারে মোট ভোট কাষ্ট হয়েছে ১০৯১টি। এ এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু ৫৯৫,  এ টি এম ফয়েজ উদ্দিন ৪৪৬, খোকন ৫৭৯, মোহাম্মদ আলী, ৫৫৯, রেজাউর রহমান ৫৪০, কাজল ৫৩৬, বাদল ৫৩৪, জয়নুল ৫২৭, বুদু ৫২২, রাজা ৫১৮, কামরুল ৪৩৬, আলমামুন ৪২৮, মতিন ৩৮২, জসীম উদ্দিন ৩৭৯ খসরুজ্জামান ৩৭৫ নজরুল খান ৩৪০ ভোট পান।

প্রাথমিক ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

এ সময় এ এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টুকে দেওয়া তাৎক্ষনিক সংবর্ধনা সভায় সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে ও সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মাহফুজ আহমদ এর পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, নবনির্বাচিত বার কাউন্সিলের সদস্য এ এফ রুহুল আনাম চৌধুরী মিন্টু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিপি এড. নিজাম উদ্দিন, পিপি এড. নওশাদ আহমদ চৌধুরী, সহ সভাপতি এড. মোশাহিদ আলী, সহ সভাপতি এড. প্রদীপ ভট্টাচার্য, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. শামিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক এড.অশোক পুরকায়স্থ, এড.  হুমায়ুন কবির বাবলু, এড. হোসেন আহমদ, এড. আব্দুল  কুদ্দুছ, আনোয়ার হোসেন, এড. রনজিত সরকার, এড. আজমল আলী, এড. আলী মিশকাতুন নুর, এড. বিপ্লব কান্তি দে মাধব, এড. দিলোয়ার আল আজহার, এড. মোমিনুর রহমান টিটু, এড. জুবের আহমদ, এড. শাবানা ইসলাম, এড. কানন আলম, এড. বদরুল ইসলাম জাহাঙ্গীর, এড. গোলাম রাব্বানী তালুকদার, এড. রাসেল আহমদ, এড. সিদ্দিকুর রহমান, এড. ইয়ামিন চৌধুরী, এড. ইমরান আহমদ।

সংবর্ধনা সভায় বিজয়ী এ এফ রুহুল আনাম চৌধুরী মিন্টু  বলেন, এ বিজয় সকল আইনজীবীদের ও আওয়ীমীলীগের বিজয়। এই বিজয় ব্যারিস্টার ফজলে নূর তাপস, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি সবার নিকট কৃতজ্ঞ, এ ঋন শোধ করার মত নয়, আমি আইনজীবীদের কল্যানে অতীতের ন্যায় আবারও কাজ করে যাবো।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৩ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930