শিরোনামঃ-

» জাতীয় ইমাম সমিতি ৪নং খাদিমপাড়া ইউপি শাখার অভিষেক সম্পন্ন

প্রকাশিত: ২৬. মে. ২০২২ | বৃহস্পতিবার

আদর্শ সমাজ বির্নিমানে ইমামরা অভূতপূর্ব ভূমিকা রাখছেন : শাহ নজরুল ইসলাম

স্টাফ রিপোর্টারঃ

ইসলামিক ফাউন্ডেশন সিলেট এর উপ-পরিচালক এবং বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা শাহ নজরুল ইসলাম বলেছেন, ইমামদের মাধ্যমে জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে মানবকল্যাণে বিশেষ অবদান রেখে চলেছে ইসলামিক ফাউন্ডেশন।

প্রতিষ্ঠানটির কার্যক্রম মুসলিম কেন্দ্রিক হলেও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ এর সুফল পাচ্ছে। ইমামরা শুধু মসজিদের নয়, তারা হলেন সমাজ, দেশ ও রাষ্ট্রের নেতা। আদর্শ সমাজ বির্নিমানে ইমামদের ভূমিকা অভূতপূর্ব।

বৃহস্পতিবার (২৬ মে) বেলা ৩টায় সিলেট সদর উপজেলা কনফারেন্স হলে জাতীয় ইমাম সমিতি ৪নং খাদিমপাড়া ইউনিয়ন শাখার অভিষেক ও দোয়া মাহফিল শাখা সভাপতি মাওলানা হাফিজ মঈনুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম উমর ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন সিলেট এর উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম উপরোক্ত কথা বলেন।

প্রধান মেহমানের আলোচনা রাখেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা এহসান উদ্দিন।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।

অভিষেক অনুষ্ঠান ও দোয়া মাহফিলে বন্যায় বিপর্যস্ত সিলেটবাসীর জন্য দোয়া করেন অনুষ্ঠানের সভাপতি হাফেজ মাওলানা মঈনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম বেলাল, জেলা ইমাম সমিতির সেক্রেটারি মাওলানা জালাল উদ্দিন ভূঁইয়া, সদর উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা তাহসিল উদ্দিন কাসেমি, ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছইদুর রহমান এনাম, ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার নিজাম উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল হক।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, জে. এস আর ট্রাস্টের মো. মাহবুবুর রহমান চৌধুরী (বাবু), এয়ার শাহপরান ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান জুবের।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ছাত্র জমিয়ত সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি মাওলানা আজিজুর রহমান, জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর এর মুহাদ্দিস ও জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা জফির উদ্দিন, মাওলানা আব্দুল আহাদ নোমানী, সাংবাদিক মাওলানা আতিকুর রহমান নগরী, হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার।

অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত করেন, নোয়াগাঁও দক্ষিণ জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা মোহাম্মদ আলী কানাইঘাটী।

এই সংবাদটি পড়া হয়েছে ১২৫ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930