শিরোনামঃ-

» হায়দরপুরের প্রবাসীদের অর্থায়নে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ২২. মে. ২০২২ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ
সিলেট সিটি করপোরেশনের নতুন অন্তর্ভূক্ত ৩৮নং ওয়ার্ড টুকেরবাজারের হায়দরপুর এলাকায় বন্যা কবলিত অসহায় দুইশত পরিবারের মাঝে ঐতিহ্যবাহী হায়দরপুর এলাকার প্রবাসীদের অর্থায়নে ফ্রান্স প্রবাসী মারুফ বিন ওয়াহিদের সার্বিক তত্ত্বাবধানে ও মাহবুব বিন ওয়াহিদের সার্বিক ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২২ মে) দুপুর ১২টায় হায়দরপুর এলাকায় বন্যায় কবলিত পবিরারের মাঝে আমেরিকা প্রবাসী মো. ইব্রাহিম, মো. জাকারিয়া, জয়নাল আবেদীন রানা, ময়নুল আবেদীন হিরা, ইংল্যান্ড প্রবাসী দেলোয়ার হোসেন দিলু, ফ্রান্স প্রবাসী মারুফ বিন ওয়াহিদ, সালেহ আহমদ মাহফুজ, কামরান হোসেন, আজমল হোসেন, কুয়েত প্রবাসী শামসুল আলমের অর্থায়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী হায়দরপুর এলাকার প্রবাসীরা সব সময় অসহায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তাদের মহতি কাজের ধারাবাহিকতায় বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে। এভাবে আরো অসহায় মানুষের মাঝে দূর্যোগ মুহুর্তে ত্রাণ সামগ্রী অব্যাহত থাকবে।
খাদ্যসামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন, ফয়জুল আলম, নুরুল ইসলাম, কবির আহমেদ, দেলোওয়ার হোসাইন।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, এলাকার মুরব্বী মো. আমজদ আলী, মাস্টার আমিন, পারভেজ আহমদ, মো: রুবেল, তায়েফ, সজল, নাঈম, নাদিম, নুরুল প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১১৭ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930