শিরোনামঃ-

» আবারো বক্সিং চ্যাম্পিয়ন সিলেট এমসি কলেজের ছাত্র আমিনুল ইসলাম

প্রকাশিত: ১৯. মে. ২০২২ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ

টপ অব দ্যা বাংলাদেশ সিলেকশন ফর লাতিন আমেরিকা প্রফেশনাল বক্সিং চ্যাম্পিয়নশীপ কলম্বিয়া ২০২২-এ চ্যাম্পিয়ন হয়েছেন সিলেট এমসি কলেজের ছাত্র আমিনুল ইসলাম।

উক্ত প্রতিযোগীতায় আমিনুল ইসলাম ৫১ কেজির ওজন শ্রেনীতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছেন।

এ এফ বক্সিং জীম এর আয়োজনে ১৩ মে ঢাকা জেফ এরিনা এন্ড একাডেমী যমুনা ফিউচার পার্কে বাংলাদেশের মোট ২৬ জন সেরা বক্সারদের নিয়ে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

সিলেট জেলার কৃতি প্রফেশনাল বক্সার আমিনুল ইসলাম এমসি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র। আমিনুল ইসলাম এর শুরুটা ছিলো সিলেট চাইনিজ উশু ফাইটার স্কুলের মাধমে তার প্রধান কোচ আন্তর্জাতিক উশু ও বক্সিং কোচ মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে।

তিনি এ নিয়ে মোট ৪ বার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে সিলেটের সুনাম বয়ে নিয়ে এসেছেন। বক্সিং সোসাইটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান এর সহযোগিতায় ১১ই জুন ইন্ডিয়া যাচ্ছেন এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশীপ-২০২২। আমরা তার জন্য দোয়া করি, সে যেন দেশ ও সিলেটের সুনাম বয়ে নিয়ে আসতে পারে।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমিনুল ইসলাম বলেন, আমার সফলতার পিছনে যাদের অবদান রয়েছে তারা হলেন বক্সিং কোচ মো. আনোয়ার হোসেন এবং বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান।

তিনি আরো বলেন আমি নিজেকে ধন্য মনে করি। কারণ উনারা পথ দিখিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন এরকম কোচ পাওয়া আসলেই প্রত্যেকটা বক্সারের জন্য ভাগ্যের ব্যাপার। আমিনুল ইসলাম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যাতে তিনি দেশের সুনাম সবসময় বয়ে নিয়ে আসতে পারেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৩ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930