শিরোনামঃ-

» বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সংবর্ধনা

প্রকাশিত: ০৮. এপ্রিল. ২০২২ | শুক্রবার

বাংলাদেশের সমৃদ্ধির প্রধান অন্তরায় সাম্প্রদায়িকতা : এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের সৃমদ্ধির পথে প্রধান অন্তরায় হচ্ছে সাম্প্রদায়িকতা। দিন দিন সাম্প্রদায়িতকার বিষবাষ্প দেশের আনাচে-কানাচে বিস্তার লাভ করছে।

তিনি আক্ষেপ করে বলেন, দেশের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ বপন করে অমুসলিমদের প্রতি ঘৃণা জানানোর পরিবেশ তৈরী করা হয়েছে। পাঠ্যসূচিতে সাস্প্রদায়িকতা শেখানো হচ্ছে। যার ফলে দিন দিন সাম্প্রদায়িক নিপীড়ন-নির্যাতন বেড়ে চলছে।

তিনি শুক্রবার (৮ এপ্রিল) সকাল ১১টায় নগরীর বন্দরবাজারস্থ শ্রী শ্রী ব্রহ্মমন্দিরে আয়োজিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি পদে এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, উপদেষ্টা ড. হিমাদ্রী শেখর রায়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য নির্বাচিত হওয়ায় সিলেট জেলা শাখার পক্ষ থেকে আয়োজিত সংবর্ধতা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

সংগঠনের জেলা সভাপতি মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন এর সভাপতিত্বে ও এডভোকেট রঞ্জন ঘোষ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তী মানস।

সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িকতা সহ সকল প্রকার শোষণ বৈষ্যম্যের বিরুদ্ধে রাষ্ট্র ও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বক্তারা পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করার জন্য সরকারের নিকট জোর দাবী জানান।

সাথে সাথে যেকোন সাম্প্রদায়িক অপতৎপরতা কঠিন হস্তে মোকাবেলা করে সংখ্যালঘু নির্যাতন ও মঠ মন্দির ধ্বংসের প্রতিটি ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। বক্তারা শারদীয় দূর্গাপূজায় দেশের বিভিন্ন জেলায় সংঘঠিত নারকীয় তান্ডবের বিচার বিভাগীয় তদন্ত দাবী করেন।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন প্রতাপ তালুকদার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল পাল, পূজা উদযাপন পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাস, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শৈলেন কুমার কর, জেলা শাখার দপ্তর সম্পাদক মানিক লাল দে, সহ সাংগঠনিক সম্পাদক লিপ্টন রঞ্জন তালুকদার, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নিতু কান্ত দাস, প্রচার সম্পাদক বিমল দে, গ্রন্থতা ও প্রকাশনা সম্পাদক চিত্র শিল্পী ভানুলাল দাস, ধর্মীয় প্রতিষ্ঠান সম্পাদক এডভোকেট সরবিন্দু দে, সহ গণসংযোগ সম্পাদক উজ্জল চন্দ, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি আখিল বিশ্বাস, কানাইঘাট সভাপতি ভজন লাল দাস, ফেঞ্চুগঞ্জ সভাপতি বিজন দেবনাথ, বিশ্বনাথ সভাপতি সুনিল দে, জৈন্তাপুর সভাপতি ফনি লাল দে, গোলাপগঞ্জ সভাপতি অনিল পাল, কানাইঘাট উপজেলা আহ্বায়ক সুবোধ দাস, জকিগঞ্জ উপজেলা সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, পুজা পরিষদের সদর উপজেলার সাধারণ সম্পাদক রাজু গোয়ালা।

সংবর্ধিতদের ফুলেল শুভেচ্ছা জানান, গোলাপগঞ্জ শাখার সাধারণ সম্পাদক প্রভাষক রজত কান্তি দাস, জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক রাজশ বিশ্বাস, জৈন্তাপুর উপজেলা সাধারণ সম্পাদক দুলাল দেব, কোম্পানীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক প্রকাশ বিশ্বাস, কানাইঘাট উপজেলা সাধারণ সম্পাদক অলক চক্রবর্তী, ফেঞ্চুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক শিপন পাল, গোয়াইঘাট উপজেলা সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাস, বিয়ানীবাজার উপজেলা সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, বিশ্বনাথ উপজেলা সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাস প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭১ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930