শিরোনামঃ-

» নিম্নতম মজুরি বোর্ড গঠনের দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ

প্রকাশিত: ১৬. ফেব্রুয়ারি. ২০২২ | বুধবার

স্টাফ রিপোর্টারঃ

নিম্নতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা এবং মজুরি বোর্ড গঠনের দাবিতে বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের ডাকে বুধবার (১৬ ফেব্রুয়ারি) দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্রঃ ১৯৩৩ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি নগরীর ক্বিন ব্রিজ পয়েন্ট থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্ট হয়ে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুরমা পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়।

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো. ছাদেক মিয়ার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক বদরুল আজাদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী পটু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ সরকার, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার অন্যতম নেতা শুভ আজাদ শান্ত, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মুহিদুল ইসলাম, সহ-সভাপতি জালাল মিয়া, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি মনির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুনু মিয়া (সাগর), সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইমান আলী, শাহপরান থানা কমিটির সভাপতি মো. জয়নাল মিয়া, জেলা কমিটির অন্যতম নেতা ও জৈন্তাপুর উপজেলা কমিটির সংঘটক জালাল মিয়া প্রমুখ।

সভায় বক্তারা বলেন, হোটেল সেক্টরে নিম্নতম মূল মজুরি বিশ হাজার টাকা ঘোষনা,৮ঘন্টা কাজ, অতিরিক্ত কাজের দ্বিগুন মজুরি, নিয়োগপত্র, পরিচয়পত্র,সাপ্তাহিক ছুটি সার্ভিসবুক প্রদানের আন্দোলন এবং শ্রম আইন বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তুলার আহবান জানান এবং বক্তারা আরো বলেন দ্রব্যমূল্যের উর্ধগতির বাজারে শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে দিনানিপাত করছে অপর দিকে সরকার গ্যাস, বিদুৎতের মূল্যবৃদ্ধির পায়তারা করছে।

মজুরি বৃদ্ধির আন্দোলনে পাশাপাশি গ্ণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্টার আন্দোলনকে বেগবান করার আহবান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৯০ বার

Share Button

Callender

March 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31