শিরোনামঃ-

» কারিগির শিক্ষায় দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে :  নুরুল ইসলাম নাহিদ

প্রকাশিত: ১১. জানুয়ারি. ২০২২ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ
সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, আমাদেরকে কর্মী মানুষ, কাজের মানুষ তৈরি করতে হবে। কারিগির শিক্ষায় দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে।
তাই সরকার টেকনিক্যাল শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছে। আমরা জ্ঞান বিজ্ঞানে উন্নত, আধুনিক, নৈতিকমূল্যবোধ সম্পূর্ণ মানুষ তৈরি করতে চাই।
তিনি বলেন, সরকার মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন করেছে। কওমী মাদরাসার ডিগ্রিকে মাস্টার্সের মর্যাদা দেয়া হয়েছে। এখন মাদরাসার শিক্ষার্থীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার হচ্ছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নে হাজী আব্দুস শহিদ আলিম মহিলা মাদ্রাসার ৪ তলা বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
পরে বিকেল ৩টায় তিনি উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ধামড়ি হাওরে সমলয় চাষাবাদের উদ্বোধন করেন তিনি।
এরপূর্বে বেলা ১১টায় উপজেলার গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন এবং বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
এসময় তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পৃথক পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম,  হাজী আব্দুস শহিদ আলিম মহিলা মাদ্রাসার অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা গৌতম পাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুর রহমান চৌধুরী জাবেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাছিন আহমদ মিন্টু, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক নাজিমুল হক লস্কর, ফুলবাড়ি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুব ও ক্রিড়া সম্পাদক আব্দুল হানিফ খান, প্রচার সম্পাদক আলীম উদ্দিন বাবলু,  তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মনসুর আলম, মোহাম্মদ আরিফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন, আজমল হোসেন মনি, ইউপি সদস্য সেলিম আহমদ, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজাদ, দফতর সম্পাদক আবুল কাশেম লিপু, প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, কৃষি সম্পাদক আবু জাহিদ চৌধুরী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, জেলা ছাত্রলীগের সাবেক বিভাগীয় উপসম্পাদক মনিরুল হক পিনু, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, সাংবাদিক আবু বক্কর ছিদ্দিক জীবন, মাহমুদুল হক প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৪ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930