শিরোনামঃ-

» স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রীতি ভলিবল প্রতিযোগিতার ২০২১ ও পুরস্কার বিতরণী সম্পন্ন

প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০২১ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট এর উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রীতি ভলিবল প্রতিযোগিতা ২০২১ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

সিলেট জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান’র সভাপতিত্বে এবং যুব সংগঠক ও সমাজকর্মী শাহীন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশারফ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার নিশারুল আরিফ, কর অঞ্চল সিলেট বিভাগের কর কমিশনার মো. সাইফুল হক, সিলেট র‌্যাব-৯ এর অধিনায়ক আবু মুসা মো. শরিফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা, সিলেট কাস্টমসের অতিরিক্ত কমিশনার রাশেদুল আলম, সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক আনিসুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট প্রচারণা কমিটির সদস্য জামিল চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট সরকারি কারিগরি কেন্দ্রের অধ্যক্ষ ওয়ালিউল্লা মোল্লা, সিলেট সরকারি মহিলা কারিগরি কেন্দ্রের অধ্যক্ষ খোরশেদ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলার উপ-পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রীতি ভলিবল প্রতিযোগিতা ২০২১ এ চ্যাম্পিয়ন হন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট ভলিবল টিম ও রানার্সআপ হন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট ভলিবল টিম। খেলা পরিচালনা করেন কৃষ্ণ প্রদ দে ও দীপাল কুমার সিনহা।

প্রীতি ভলিবল প্রতিযোগিতায় ধারাবিবরনীতে ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার সহকারী পরিচালক সাজেদুল হাসান।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৪ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031