শিরোনামঃ-

» সিলেট ১৪৫১ জন আনসার সদস্যদের গুলিছুঁড়া অনুশীলন সম্পন্ন

প্রকাশিত: ১৭. আগস্ট. ২০২১ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট ১৪৫১ জন সাধারন আনসার সদস্যদের শর্তস্ফুতভাবে অংশগ্রহণ করে গুলিছুঁড়া অনুশীলন সুসম্পন্ন করেছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন লাক্কাতুরা চা বাগানে জেলার আনসার ক্যাম্প সংস্থার ১৪৫১ জন অঙ্গীভূত সাধারন আনসার পুরুষ ও মহিলা সদস্যাদের পর্যায়ক্রমে তুরস্কের তৈরী শর্টগানে সর্তকতার সহিত ২০ রাউন্ড করে গুলিছুঁড়া অনুশীলনে কোন প্রকার অপ্রতিকর ঘটনা ছাড়াই সুসম্পন্ন হয়েছে।

সিলেট রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী’র নির্দেশক্রমে আনসার সদ্যসাদের গুলিছুঁড়া অনুশীলন কার্যক্রমে উদ্বোধন, আনসার সদস্যদের যাতায়াত দুপুরের খাওয়াসহ সার্বিক ভাবে তত্ত্ববধান করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন।

গুলিছুঁড়া অনুশীলন সহযোগীতায় ছিলেন সার্কেল অ্যাডজুট্যান্ট এএসএম এনামুল হক সহ উপজেলা প্রশিক্ষক-প্রশিক্ষিকাগণ এসময় উপস্থিত ছিলেন।

গুলিছুঁড়া অনুশীলনে জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন বলেন, আধুনিক আগ্নেয়াস্ত্র অনুশীলনের মাধ্যমে আনসার সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। আগামীতে আনসার ভিডিপি সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে সকলেই আধুনিক আগ্নেয়াস্ত্র শর্টগান ব্যবহার করতে পারবে।

বর্তমানে জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সার্বক্ষণিক শারীরিক ও বাস ভবনে নিরাপত্তায় আনসার বাহিনীর সদস্যরা আধুনিক আগ্নেয়াস্ত্র শর্টগান অস্ত্র নিয়ে দায়িত্ব পালন করতেছে বলে তিনি উল্লেখ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২১৯ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930