শিরোনামঃ-

» শেখঘাট সুখের হাসি ক্লিনিকে দিনব্যাপী ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন

প্রকাশিত: ০৫. জুন. ২০২১ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট নগরীর শেখঘাট ৩৬০ সাকিব মাহমুদ কমপ্লেক্সে অবস্থিত সুখের হাসি ক্লিনিকে শনিবার (৫ জুন) দিনব্যাপী ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুন) সকাল ১০টায় এ ক্যাম্পেইন’র উদ্বোধন করেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

উদ্বোধনের পর থেকে বিকাল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে সুখের হাসি ক্লিনিকে ৫ বছরের কম বয়েসি শিশুদের ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হয়।

সুখের হাসি ক্লিনিকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উদ্বোধনকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, ১২নং ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলী, সুখের হাসি ক্লিনিক (SSL)-এর চেয়ারম্যান হাসান মাহমুদ মুকুল, এমডি আব্দুর রহিম ও শেখঘাট জামে মসজিদ কমিটির সভাপতি শফিক উদ্দিন।

এছাড়াও সুখের হাসি ক্লিনিকের ডিরেক্টর, ডাক্তার, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিলেট নগরীর শেখঘাটস্থ ৩৬০ সাকিব মাহমুদ কমপ্লেক্সে আগে ‘সূর্যের হাসি ক্লিনিক’র কার্যক্রম পরিচালিত হতো। বর্তমানে এখানে নতুন পরিচালকবৃন্দের মাধ্যমে, নবআঙ্গিকে উন্নতমানের মা ও প্রসূতিসেবা প্রদান করছে ‘সুখের হাসি ক্লিনিক (SSL)’।

সম্প্রতি ক্লিনিকের উদ্যোগে নেয়া হয় ব্যতিক্রমী উদ্যোগ। গত ২৭ মে ক্লিনিকে দিনব্যাপী শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং কার্যক্রম চালানো হয়। এতে স্বতস্ফূর্তভাবে সিলেট নগরী ও শহরতলির স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের সাড়া মিলে।

শীঘ্রই এভাবে ক্যাম্প করে গর্ভবতী মায়েদের সম্পূর্ণ বিনামূল্যে গর্ভকালীন স্বাস্থ্যসচেতনতা পরামর্শ প্রদান করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ২১২ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930