শিরোনামঃ-

» VFS চালু রাখার  নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ০৮. মে. ২০২১ | শনিবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ

ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার VFS Global (Bangladesh) Ltd.  এর কার্যক্রম অনতিবিলম্বে চালু রাখার  নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

বৃহস্পতিবার (৬ মে) এক নির্দেশনায় পররাষ্ট্রমন্ত্রী বলেন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা ভিএফএস একটি জরুরি পরিষেবা। তাই স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক এটির কার্যক্রম দ্রুত চালু করা প্রয়োজন।

ভিসা আবেদন কেন্দ্র বন্ধ থাকার কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও শিক্ষার্থীরা সময়মতো যেতে পারছেন না। যে কারণে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। পাশাপাশি আর্থিক ও মানসিকভাবেও তাঁরা বিপর্যস্ত হয়ে পড়ছেন।

ভিসা আবেদন কেন্দ্র বন্ধ থাকায় যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সহস্রাধিক শিক্ষার্থী বিপাকে পড়েছন।

করোনাকালে বিভিন্ন দেশ থেকে সীমিত পরিসরে ভিসা সার্ভিস দিয়ে গেলেও বাংলাদেশে কোন ধরনের নির্দেশনা ছাড়াই ৫ এপ্রিল থেকে বন্ধ রয়েছে এই কার্যক্রম।

ভিসা ও পাসপোর্ট সংগ্রহ করতে গিয়ে প্রতিদিন ভিসা আবেদন কেন্দ্র থেকে হতাশ হয়ে ফিরছেন বিদেশগামী শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে যেতে না পারলে ২৫ শতাংশ টিউশন ফি হারানোর শঙ্কাও রয়েছে অনেকের।

বিষয়টি জেনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি VFS Global (Bangladesh) Ltd.  এর কার্যক্রম দ্রুত চালু করার নির্দেশনা দেন।

আগামী রবি কিংবা সোমবার এ সংস্থার কার্যক্রম শুরু করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

তিনি বলেন, ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চালু হলে বিদেশে উচ্চশিক্ষা অর্জন করতে গিয়ে যাঁরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তাঁদের সেটা কেটে যাবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩১ বার

Share Button

Callender

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031