শিরোনামঃ-

» ঢাকা ও চট্টগ্রামে হত্যাযজ্ঞের প্রতিবাদে সিলেটে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশিত: ২৭. মার্চ. ২০২১ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ

মহান স্বাধীনতা দিবসে ঢাকার বায়তুল মোকাররাম মসজিদ ও চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসা সহ সারা দেশে শান্তিপ্রিয় মুসল্লিদের নির্বিচারে হত্যাযজ্ঞ ও গণগ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে শনিবার (২৭ মার্চ) দুপুরে সিলেট নগরীতে যৌথ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

নগরীর কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে তাঁতীপাড়া পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সভাপতিত্বে ও মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিবের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত তারেক, জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ ইকবাল নেহাল ও আব্দুল ওয়াহিদ সুহেল, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদ্বীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাববী আহসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম প্রমুখ।

সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তির দিনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররাম ও চট্টগ্রাম হাটহাজারি মাদ্রাসা সহ দেশের বিভিন্ন স্থানে মুসল্লিদের উপর পুলিশ ও সশস্ত্র আওয়ামী লীগের নগ্ন হামলা ও হত্যাযজ্ঞ বাংলাদেশের স্বাধীনতা দিবসকে কলঙ্কিত করেছে।

আওয়ামী লীগ তাদের বিদেশী প্রভূদের খুশি করতেই স্বাধীনতা দিবসে দেশের নিরীহ জনগণকে নির্বিচারে হত্যা করলো, যা পাক হানাদার বাহিনীর হত্যাযজ্ঞকে স্মরণ করিয়ে দেয়।

সভায় বক্তারা- স্বাধীনতা দিবসকে কলঙ্কিত করার জন্য ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের পদত্যাগ ও দায়ী পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগারদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখির দাঁড় করানোর আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ২২১ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031