শিরোনামঃ-

» শ্রীমঙ্গলে বিভাগীয় সম্মেলনে বক্তারা; দলিল লেখকদের স্বীকৃতির মাধ্যমে রেজিস্ট্রারীকরণকে ডিজিটালাইজড করতে হবে

প্রকাশিত: ২০. মার্চ. ২০২১ | শনিবার

বিভাগীয় কমিটির নতুন সভাপতি প্রদীপ, সিনি. সহ সভাপতি ইকবাল ও সেক্রেটারী সায়েক

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

বাংলাদেশ দলিল লেখক সমিতির সিলেট বিভাগীয় সম্মেলনে বক্তারা বলেছেন, দলিল লেখকদের স্বীকৃতি প্রদানের মাধ্যমে দলিল রেজিস্ট্রারী করনকে ডিজিটালাইজড করতে হবে। অন্যতায় দলিল লেখকরা এ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হবে না।

তারা বলেন, দলিল রেজিস্ট্রিকরনে সরকার ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে চাইছে। এতে দেশের দলিল লেখকদের আপত্তি ছিলো না, এখনো নেই। কিন্তু তার আগে পরিপত্রের মাধ্যমে দলিল লেখকদের স্বীকৃতি দিতে হবে।

পর্যটন নগরী শ্রীমঙ্গল পৌর শহরের জেলা পরিষদ মিলনায়নে শনিবার (২০ মার্চ) আয়োজিত সম্মেলনে বক্তারা এ কথা বলেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির সিলেট বিভাগীয় সভাপতি প্রদীপ পাল নিতাই।

বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মইনুল ইসলাম খান সায়েক ও এম ইকবাল হোসেনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মো. নুর আলম ভুইয়া।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক জোবায়ের আহমদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ও চট্রগ্রাম বিভাগীয় সভাপতি আলহাজ্ব খুরশেদ আলম বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আলহাজ্ব মো. ফরিদুর রহমান, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক মো. সালাহ উদ্দিন খান, কেন্দ্রীয় সহ সভাপতি আলহাজ্ব সুলতান মিয়া বাদশা, কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক মুর্শেদ আহমদ, কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মীর মো. মখলিসুর রহমান, কেন্দ্রীয় সহ সভাপতি মো. আফতাব উদ্দীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, শাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন সম্পাদক সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফোরকান উদ্দিন খান মানিক, কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক সাহাজুল ইসলাম, মৌলভীবাজার জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব মো, আব্দুল মছব্বির।

এছাড়া আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির মৌলভীবাজার জেলা শাখার সাধারন সম্পাদক মজনু মিয়া, সাংগঠনিক সম্পাদক মখদ্দুস আলী, সুনামগঞ্জের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হুদা, শ্রীমঙ্গল শাখার সহ সভাপতি ফজলুর রহমান, শ্রীমঙ্গলের সাবেক ভাইস চেয়ারম্যান তোফজ্জুল হোসেন, সিলেট সদরের সাধারন সম্পাদক শেখ লোকমান মিয়া প্রমুখ।

এদিকে, সম্মেলন শেষে কাউন্সিলের সিলেট বিভাগীয় দলিল লেখক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় সভাপতি হিসেবে ফের নির্বাচিত হয়েছেন প্রদীপ পাল নিতাই, সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন এম ইকবাল হোসেন ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মইনুল ইসলাম খান সায়েক।

নির্বাচিত তিন নেতা পরবর্তীতে বিভাগীয় দলিল লেখক সমিতির পুর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬০ বার

Share Button

Callender

March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031