শিরোনামঃ-

» সিলেট বেতারের নতুন আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ তারিক

প্রকাশিত: ০৪. ফেব্রুয়ারি. ২০২১ | বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের নতুন আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল্লাহ মোহাম্মদ তারিক। গত বুধবার (৩ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণ করেন।

এই দায়িত্ব গ্রহণকালে বেতারের বিভিন্ন স্তরের কর্মকর্তা কলা কুশলী বেতার ভবনের তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন। তিনি সদ্য পদোন্নতি পেয়ে পরিচালক পদে বদলি হওয়ায় মোঃ ফখরুল আলমের স্থলাভিষিক্ত হলেন।

আব্দুল্লাহ মোহাম্মদ তারিক ১৯৯৯ সালে ১৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কর্মকর্তা হিসেবে সিলেট বেতারে যোগদান করেন। চাকরি জীবনে তিনি চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট কেন্দ্রে উপ-আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে পদোন্নতি পেয়ে বদলি হয়ে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে বাণিজ্যিক কার্যক্রমে আঞ্চলিক পরিচালক হিসেবে যোগদান করেন। সেখান থেকে বদলি হয়ে তিনি সিলেট কেন্দ্রে যোগদান করলেন।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি গ্রামের স্থায়ী বাসিন্দা আব্দুল্লাহ মোহাম্মদ তারিক দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২১০ বার

Share Button

Callender

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930