শিরোনামঃ-

» জামেয়া দারুস সালাম এর ৪৫তম সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ২৫. জানুয়ারি. ২০২১ | সোমবার

স্টাফ রিপোর্টারঃ

বরেণ্য বুজুর্গ মাওলানা আব্দুস সামাদ শিকারপুরী রহঃ এর প্রতিষ্ঠিত, উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ, শাইখুল হাদিস আল্লামা হাফেজ নূরউদ্দিন আহমদ গহরপুরী রহঃ ও শায়খুল হাদিস আল্লামা আব্দুল আজিজ দয়ামিরী রহঃ’র স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া মদীনাতুল উলূম দারুস সালাম খাসদবীর সিলেটের ৪৫ তম বার্ষিক ইসলামী মহা সম্মেলন সম্পন্ন হয়েছে।

রবিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে শুরু হয়ে পরদিন ফজর পর্যন্ত এ সম্মেলনের কার্যক্রম চলে।

জামেয়ার মুহতামিম ও শায়খুল হাদিস হাফিজ মাওলানা মুফতি ওলীউর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী এর পরিচালনায় মাহফিলে বয়ান পেশ করেন, ওলী ইবনে ওলী শায়খুল হাদিস মুফতি রশিদুর রহমান ফারুক বরুনী, শায়খুল হাদিস নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মুফতি মুশতাকুন্নবী কাসিমী কুমিল্লা, মুফতি মুজিবুর রহমান চট্টগ্রাম, মাওলানা মুশতাক আহমদ খান ধনুকান্দি, শায়েখ মাওলানা সালেহ নজিব আল আইয়ূবী, মাওলানা কাওসার আহমদ হাসানী, মুফতী নাসির উদ্দীন বিবাড়িয়া।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, শায়খুল হাদিস মুহিব্বুল হক গাছবাড়ী, প্রিন্সিপাল হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, শায়খুল হাদিস মুজিবুর রহমান নয়াসড়ক, মাওলানা ইমদাদুল্লাহ সাহেব জাদায়ে কাতিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র আরিফুল হক চৌধুরী।

এছাড়া মাহফিলে উপস্থিত ছিলেন, মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ সিলেটের উলামায়ে কেরাম জামেয়ার আসাতিজায়ে কেরাম ও গণ্যমান্য উব্যক্তিবর্গ।

বাদ ফজর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে সমাপনী মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

মোনাজাত করেন সম্মেলনের সভাপতি ও মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস হাফিজ মুফতি ওলীউর রহমান।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪৬ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031