শিরোনামঃ-

» প্রতিষ্ঠাবার্ষিকীতে তাজ রহমান দেশের রাজনীতির নিয়ন্ত্রক শক্তি হচ্ছে জাতীয় পার্টি

প্রকাশিত: ০৩. জানুয়ারি. ২০২১ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগের অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান বলেছেন, জাতীয় পার্টি দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে। যেকোন সরকার, যে কোনো নির্বাচনে, যেকোন রাজনীতিতে এবং যে কোনো আন্দোলনে জাতীয় পার্টিই সহায়ক শক্তি। জাপা সব সময় এত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যাতে মনে হয় জাতীয় পার্টি যেদিকে বাংলাদেশে রাজনীতিও সেদিকে। এটাই হচ্ছে প্রয়াত হুসাইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টির সাফল্য।

আমাদের দলের প্রয়াত চেয়ারম্যানের পথেই হাটছেন বর্তমান চেয়ারম্যান জিএম কাদের। তাঁর নেতৃত্বে আমরা দলকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং সেই গতি সরকার গঠন এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষ্যে সিলেটে জাতীয় পার্টির কেন্দ্রীয়, জেলা, মহানগর ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব উসমান আলী চেয়ারম্যানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাব্বির আহমদ, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি কুনু মিয়া, সিলেট জেলা জাতীয় যুব সংহতির সভাপতি আলতাবুর রহমান আলতাব, সাধারণ সম্পাদক আশিক মিয়া, জাপা নেতা হুমায়ুন কবির চৌধুরী, দৌলা মিয়া, শাহজাহান সিরাজী, জাতীয় ছাত্র সমাজ নেতা আল আমিন, যুব নেতা শাহাব উদ্দিন নাজু, ফারুক আহমদ রনি, সেলিম উদ্দিন, ছাত্র নেতা আলী আকবর, জাপা নেতা শাহ আলম, আলী হোসেন সরকার, দেবনাথ, তাজ উদ্দিন আহমদ এপলু, উপজেলা কমিটির কবির আহমদ, দেলোয়ার হোসেন, গোলাপগঞ্জ পৌর কমিটির সভাপতি জহির উদ্দিন, যুব নেতা আব্দুল কাদির, তাজুল ইসলাম, আব্দুল আহাদ, দিলওয়ার হোসেন, শামীম আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৩ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930