শিরোনামঃ-

» দেওয়ান মাহদি ব্রিটিশ-বাংলাদেশী সলিসিটরস সোসাইটির সভাপতি নির্বাচিত

প্রকাশিত: ০৯. ডিসেম্বর. ২০২০ | বুধবার

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ
ব্রিটেনের মুলধারার আইনজীবীদের সংগঠন ‘দি সোসাইটি অব ব্রিটিশ-বাংলাদেশী সলিসিটরস’-এসবিবিএস-এর নির্বাচনে ২০২১-২০২২ সেশনের জন্যে বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি পদে সলিসিটর দেওয়ান মাহদি নির্বাচিত হয়েছেন।

প্রায় ১২ বছর পূর্বে ইংল্যান্ড ও ওয়েলস-এর দি ল’ সোসাইটি হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি লর্ড ফিলিপসের উপস্থিতিতে অভিষেকের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু।

বিগত এক দশকেরও বেশি সময় ধরে দেওয়ান মাহদি ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল-এস’র লিগ্যাল এডভাইজরি প্রোগ্রামের উপস্থাপকের দায়িত্ব পালন করছেন।

করোনা দুর্যোগকালে তার উপস্থাপিত প্রোগ্রাম ইংল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশে লক্ষ লক্ষ দর্শক দেখতে পান। আইন ব্যবসার পাশাপাশি দেওয়ান মাহদি ব্রিটেনের মূল ধারার রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন।

২০১৮ সনে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকালে দেওয়ান মাহদির পক্ষে ব্রিটেনের তৎকালীন প্রধানমন্ত্রী থেরেসায় মে এবং হাউস অব লর্ডস-এর মেম্বার লর্ড মাইকেল বেটস প্রচারণায় অংশ নিলে বিষয়টি ব্রিটেনে সাড়া জাগে।

তিনি ডেগেনহাম ও রেনহাম নির্বাচনী এলাকায় কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি ব্রিটেনের ব্যবসায়ীদেরপ্রভাবশালী সংগঠন ‘দি ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র একজন ডাইরেক্টর। দেওয়ান মাহদির জন্ম সুনামগঞ্জের দুহালিয়ার জমিদার পরিবারে। তিনি আসাম পার্লামেন্টের সাবেক এমপি দেওয়ান আহবার চৌধুরী বিদ্যাবিনোদ-এর নাতি।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪২ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031