শিরোনামঃ-

» শহরতলী কুমারগাঁও গ্রামে প্রতিহিংসার আগুনে পুড়লো লাউ গাছ!

প্রকাশিত: ০৮. নভেম্বর. ২০২০ | রবিবার

স্টাফ রিপোর্টারঃ
সিলেটের টুকেরবাজার ইউনিয়নের কুমারগাঁও গ্রামে প্রতিহিংসার আগুনে পুড়লো কৃষকের শষ্যক্ষেতের বেশ কয়েকটি লাউ গাছ। জুবের আহমদ সুমন (৩৯) নামের এক কৃষকের তের শতক জায়গায় লাগানো লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মাথার ঘাম পায়ে ফেলে লাগানো এসব লাউ গাছ কাটায় এখন ওই কৃষকের মাথায় হাত।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় অভিযোগ দায়ের করেছেন জুবের আহমদ সুমন।

রবিবার (৮ নভেম্বর) অভিযোগটি গ্রহণ করেছেন ডিউটি অফিসার এস.আই মাহবুবুল আলম। এ বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

অভিযোগে উল্লেখ, জালালাবাদ ধানাধীন টুকেরবাজার এলাকার কুমারগাঁও-এর বাসিন্দা জুবের আহমদ সুমন আম্বরখানার বাসিন্দা মনির মিয়ার ১৩ শতক জায়গায় বর্গা রবিশষ্য চাষ করেছেন। মনির মিয়ার সঙ্গে বিরোধের জের ধরে কুমারগাঁও-এর মৃত সৈয়দ আলীর ছেলে আত্তর আলী ও তার ছেলে সালমান এবং তাদের সহযোগিরা রোববার সকাল ৬টার দিকে সুমনের বাড়িতে এসে মারধরের হুমকি দেন এবং ক্ষেতে লাগানো লাউ গাছসহ রবিশষ্য নষ্ট করে ফেলে।

অভিযোগে আরও উল্লেখ, এর আগেও ওই জায়গায় লাগানো সবজি গাছ নষ্ট করেছে অভিযুক্তরা। এই অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগছেন জুবের আহমদ সুমন ও তার পরিবারের সদস্যরা।

এই সংবাদটি পড়া হয়েছে ২৫৯ বার

Share Button

Callender

May 2024
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031