শিরোনামঃ-

» রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুস সাত্তারের দাফন সম্পন্ন

প্রকাশিত: ০৭. নভেম্বর. ২০২০ | শনিবার

স্টাফ রিপোর্টারঃ

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুস সাত্তারের।

শনিবার (৭ নভেম্বর) বাদ জোহর গোলাপবাগ বোরহানবাগ জামে মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযার নামাজের পূর্বে সিলেট জেলা প্রশাসন রাষ্ট্রীয় সম্মান প্রদান করেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পাঞ্জলী অর্পন করা হয়। এসময় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সিলেট মহানগর ইউনিট ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায়।

জানাযার নামাজে সিলেট মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সিলেট মহানগর ইউনিট, সিলেট জেলা প্রশাসন, এসএমপি পুলিশ, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, রোটারিয়ান, সামাজিক, রাজনৈতিক ও সংস্কৃতিক অঙ্গনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুস সাত্তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।

মরহুম আব্দুস সাত্তার ছিলেন বোরহানবাগ গোলাপবাগ জামে মসজিদের টানা দুইবারের মোতওয়াল্লি ও জালালাবাদ রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি।

তার বাসা সিলেট নগরীর শিবগঞ্জ গোলাপবাগ আ/এ ২১ নং রূপায়ন তালুকদার বাড়ি এবং গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামরাখাই উত্তরপাড়া তালুকদার বাড়ি।

তার বড় ভাই সাবেক মেম্বার আব্দুল লতিফ সুনামগঞ্জের বিশিষ্ট মুরব্বি ও সালিশ ব্যাক্তিত্ব। মরহুম আব্দুস সাত্তার মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন রোটারি ক্লাব ও রাজনৈতিক এবং সামাজিক নানা সংগঠন শোক ও দুঃখ প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৩৫৮ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930