শিরোনামঃ-

» এবার সিলেটে আয়কর মেলা হচ্ছে না

প্রকাশিত: ০১. নভেম্বর. ২০২০ | রবিবার

নিজস্ব রিপোর্টারঃ

কর অঞ্চল সিলেটের উদ্যোগে প্রতি বছরের মতো সারাদেশের ন্যায় সিলেটে  অনুষ্ঠিত হতো আয়কর মেলা।

এবছর করোনা মহামারীর কারণে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা মোতাবেক সিলেটেও আয়কর মেলা আয়োজন করা হচ্ছে না বলে জানান সিলেটে নবনিযুক্ত কর কমিশনার সাইফুল হক।

রবিবার (১ নভেম্বর) বিকাল ৪টায় সিলেট কর অঞ্চল অফিসে সিলেটের স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

এসময় তিনি আরো জানান, আয়কর মেলা বন্ধ থাকলেও জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা মোতাবেক আয়কর মেলার আদলে কর অঞ্চল সিলেটের প্রতিটি সার্কেলে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী অত্যন্ত আনন্দ উৎসব মুখর পরিবেশে করদাতাদের সেবা প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া কর অঞ্চল সিলেট নয়াসড়কস্হ ভবনের নিচতলায় তথ্য ও সেবা কেন্দ্র চালু করা হয়েছে।

উক্ত কর বিষয়ক তথ্য সেবা কেন্দ্র করদাতাদের সেবাদানের লক্ষ্যে কর অঞ্চল সিলেটের একটি টিম মাসব্যাপী নিয়োজিত থাকবে বলে জানান তিনি।

এসময় তিনি সিলেটে কর্মরত সাংবাদিকদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনাদের বস্তুনিষ্ঠ লিখনির মাধ্যমে কর প্রদানে করদাতাদের উৎসাহিত করবেন বলে আমরা মনে করি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ আবু সায়ীদ সোহেল, যুগ্ম-কমিশনার শাহেদ আহমেদ চৌধুরী, পঙ্কজ লাল সরকার, সদর দপ্তর প্রশাসন মোঃ আবু সাঈদ।

সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সিলেট জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন সহ স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২৯৭ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930