শিরোনামঃ-

» অতিসত্তর রায়হান হত্যার বিচার হবে : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৩. অক্টোবর. ২০২০ | মঙ্গলবার

স্টাফ রিপোর্টারঃ

সিলেট ১ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বলেছেন, রায়হান আহমদ হত্যাকান্ডের সাথে জড়িতদের খুব শিগ্রী বিচারের সম্মুখিন করা হবে।

সিলেটের মাটিতে এ ধরনের কোন অপকর্ম আর বরদাস্ত করা হবে না। সিলেট পুণ্যভূমি যে কোন মূল্যে এই ভূমির সম্মান ধরে রাখতে হবে।

বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর প্রতিক্রিয়া ব্যক্ত করতে সোমবার (১২ আক্টোবর) রাত সাড়ে ৮টায় পররাষ্ট্রমন্ত্রী মিডিয়াকে এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি জানার সাথে সাথে আমি স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপির সাথে কথা বলিছি। প্রকৃত অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি।

তিনি বলেন, জর্জমিয়া নাটকের মতো কোন নাটক গ্রহনযোগ্য হবে না।

পররাষ্ট্রমন্ত্রী এই মর্মান্তিক মৃত্যুর জন্য রায়হান আহমদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি বিচারের পাশাপাশি রায়হান আহমদের পরিবারকে একটি বড় ধরণের ক্ষতিপূরণ প্রদান করা দরকার।

সত্য ঘটনা উদঘাটনের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সিলেটের গণমাধ্যমকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, সিলেটের ঐতিহ্য সমুন্নত রাখতে প্রত্যেককে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৮২ বার

Share Button

Callender

April 2024
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930