শিরোনামঃ-

» মনিপুরী রাজবাড়িতে মনিপুরী সম্প্রদায়ের সাথে মতবিনিময়

প্রকাশিত: ১০. অক্টোবর. ২০২০ | শনিবার

সিলেট নগরীর সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে ধর্মীয় সম্প্রীতির নগরীর অনুকরনে গড়ে তোলা হবে : মেয়র আরিফুল হক চৌধুরী

স্টাফ রিপোর্টারঃ

সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন সিলেট ধর্মীয় সম্প্রীতির একটি গৌরবময় অঞ্চল। মসজিদ, মন্দির , গীর্জা সহ প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানকে এইভাবে গড়ে তোলা হবে যাতে নগরীতে প্রবেশের পর মানুষ বৃঝতে পারে সিলেট ধর্মীয় সম্প্রীতির নগরী। আমাদের মধ্যে কোন বিভাজন বা ভিন্ন কোন দৃষ্টিভঙ্গি নেই। আমরা এ অঞ্চলের সকল মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি রয়েছে।

তিনি সাগরদিঘীরপাড় মনিপুরী শ্মশানঘাটকে দৃষ্টিনন্দন শ্মশানে ঘাটে পরিনত করার প্রত্যয় ঘোষনা করেন। তিনি সুবিদবাজার ব্রীজ থেকে সাগরদিঘীরপাড় মনিপুরী শ্মশানঘাট পর্যন্ত ছড়ার দু-ধারে সোন্দর্য্য বর্ধননসহ শ্মশানঘাটের ব্রীজকে দৃষ্টি নন্দন করার ঘোষনা দেন। তিনি সাগরদিঘীরপাড় মনিপুরী শ্মশানঘাট পরিচালনা কমিটি আয়োজিত সিলেটে মনিপুরী সম্প্রদায়ের সাথে মতবিনিময় কালে একথা বলেন।

শুক্রবার (৯ অক্টোবর) বিকালে নগরীর লামাবাজারস্থ মণিপুরী রাজবাড়ির শ্রী শ্রী মহাপ্রভুর মন্দিরে সাগরদিঘীরপাড় মনিপুরী শ্মশানঘাট পরিচালনা কমিটির সভাপতি পঞ্চু সিংহ এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরিচালনা কমিটির সাধারন সম্পাদক দ্বীগেন সিংহের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু, কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক, কবি এ কে শেরাম,অজিত শর্মা। পরিচালনা কমিটির সহ সভাপতি উত্তম সিংহ রতনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন নৃপেন্দ্র সিংহ, প্রশান্ত সিংহ, সমরেন্দ্র সিংহ প্রমূখ।

অনুষ্ঠানে সিলেটের সাগরদিঘীরপাড় মনিপুরী শ্মশানঘাট পক্ষ থেকে শ্মশানঘাট পরিচালনার জন্য মেময়রের মাধ্যমে সিসিকের কাছে হস্তান্তর করেন শ্মশানঘাট পরিচালনা কমিটির সাধারন সম্পাদক দ্বীগেন সিংহ। ১৪টি মনিপুরী পাড়ার নেতৃবৃন্দ উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

সভায় মনিপুরী সম্প্রদায়ের নেতৃবৃন্দ এই শ্মশানঘাট তৈরীতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বর্তমান মেয়রের অবদানের কথা কৃতঞ্জচিন্তে স্মরন করেন। তাদের অবদান মনিপুরী সম্প্রদায় চিরদিন স্মরন রাখবে।

এই সংবাদটি পড়া হয়েছে ২৩৪ বার

Share Button

Callender

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031